বিনোদন

নওয়াজুদ্দিন সিদ্দিকীর কন্যার সৌন্দর্য্যের কাছে ফিকে একাধিক বলিউডের অভিনেত্রীরা

বলিউড ইন্ডাস্ট্রিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম নতুন করে বলার প্রয়োজন পড়ে না। কোনোরকম নেপোটিজম নয় বরং নিজের দক্ষতার দ্বারা বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। পাশাপাশি প্রমাণ করে দিয়েছেন অভিনয়ের জন্য জিম করা শরীর আর গ্ল্যামার প্রয়োজন নয়। তবে তিনি যতটা সাধারণ তার মেয়ে ততটাই সুন্দরী এবং গ্ল্যামারাস।

সম্প্রতি ক্যামেরায় প্রথমবার ধরা দিয়েছেন তার মেয়ে শোরা সিদ্দিকী। আসলে আমরা সকলেই জানি যে বলিউড ইন্ডাস্ট্রির তারকাদের ছেলেমেয়েদের ওপরেও পাপারাজ্জিদের নজর থাকে সবসময়। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন সব বিষয়ই হয়ে ওঠে হট টপিক। যার ফলে বাবা-মায়ের মতোই তারাও সেলেবে পরিণত হন।

আর এবার নওয়াজের মেয়েকে নিয়েও শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও তিনি সবসময় লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন, তবে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে বাবার সাথে ধরা দিয়েছেন তিনি। সেখানে তাকে বিনা মেকআপে দেখা গিয়েছে। তবে তার সৌন্দর্য্য রীতিমতো মুগ্ধ করেছে সকলকে। একদম ক্যাজুয়াল সাজে দেখা গিয়েছে তাকে।

তার পরনে ছিল ডেনিম জ্যাকেট, মাথার চুল টাইট করে বাঁধা এবং কাঁধে ছিল একটি ব্যাগ। তবে সাধারণ সাজে থাকলেও তা নজর কেড়েছে সকলের। তাকে দেখার পর সকলেই প্রশ্ন তুলেছেন বাবার মতোই তিনিও কি অভিনয়কে পেশা হিসেবে বেছে নেবেন? যদিও সেসব প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারবে। অন্যদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে নওয়াজ অভিনীত সিনেমা ‘হাড্ডি’। যেখানে অভিনেতার লুক নজর কেড়েছে সকলের।