বিনোদন

ঠাকুমার সঙ্গে মায়ের সাপ-নেউলের সম্পর্ক, পারিবারের গোপন কেচ্ছা ফাঁস করলেন সারা আলি খান

Advertisement
Advertisement

ঠাকুমা শর্মিলা ঠাকুরই তাঁর অনুপ্রেরণা, এমনটাই জানালেন সারা আলি খান। ঠাকুর পরিবারের বঙ্গতনয়া, পরবর্তীতে বৌ হয়ে আসেন ভারত বিখ্যাত পতৌদি খানদানে। মনসুর আলি খান পতৌদির স্ত্রী বা সইফ আলি খানের মা, অথবা সারা, ইব্রাহিম এবং তৈমুরের ঠাকুমা, সব রোলেই একদম পিকচার পারফেক্ট তিনি।

ছোটো থেকেই ঠাকুমার জন্য গর্ববোধ করেন সারা। রুপোলি পর্দার তাঁর “স্বপ্নো কি রানি” যে আদতে তাঁর আম্মাই, এটা ভাবতেই রোমাঞ্চিত বোধ হয় সারার। শুধু অভিনয় দক্ষতা বা সৌন্দর্য্য নয়, মনুষ্যত্ব, দয়া, মায়া ইত্যাদি গুণেও গুণান্বিতা শর্মিলা ঠাকুর।

সইফ অমৃতার ডিভোর্সের পর মায়ের কাছেই মানুষ হন সারা আর ইব্রাহিম। কিন্তু তা বলে ঠাকুমার ভালোবাসা কখনো তাঁদের জন্য এতটুকুও কম পড়েনি। এমনকি পুত্রবধূ অমৃতার সঙ্গেও সম্পর্ক আদায় কাঁচকলায় ছিলো শর্মিলার, কিন্তু তার আঁচ পড়েনি নাতি নাতনিদের সাথে সম্পর্কে।

সম্প্রতি নাতি তৈমুরকে নিয়েও ভীষণ খুশি শর্মিলা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাকেও। সৎমা করিনা কাপুর খানের সাথেও সুসম্পর্ক সারা আলি খানের। এমনকি বাবার কাছে থাকলে ছোট্টো ভাইকে নিয়েই সারাদিন সময় কেটে যায় সারা আলি খানের। ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বিটাউনে তাঁর অভিষেকের পর ছক্কা হাঁকিয়েছেন ‘সিম্বা’, ‘লাভ আজ কাল’, ‘কুলি নং ১’ সব সিনেমাগুলিতেই।

Related Articles