বিবাহিত পুরুষই পছন্দ সারা আলি খানের ! সইফ কন্যার বোল্ড উত্তরে হতবাক ধনুষ

নিজের বিতর্কিত মন্তব্যের জেরে আগেও বহুবার কন্ট্রোভার্সিতে নাম জড়িয়েছে সারা আলি খানের! সম্প্রতি “কফি উইথ করণ” এর স্পেশাল এপিসোডে নিজের আপকামিং মুভি “আতরঙ্গি রে” এর প্রচারে এসেছিলেন সইফ কন্যা এবং দক্ষিণী নায়ক ধনুশ! এর আগেও কফি উইথ করণ’-এ এসে বিতর্কিত মন্তব্যের জেরে হেডলাইন তৈরি করেছিলেন তিনি। এইবারও অন্যথা হলো না তার।
সম্প্রতি টেলিকাস্ট হওয়া এপিসডে করণ কর্তৃক সারাকে তার সয়ম্বরে কোন অভিনেতাদের প্রার্থী হিসেবে দেখতে চান সেই প্রশ্ন করা হলে সারার দেওয়া উত্তরে রীতিমতো চমকে যায় করণ এবং ধনুশ দুজনেই। রণবীর সিং, বিজয় দেবরকোন্ডা, ভিকি কৌশল প্রমুখের নাম নিলে করণ মজা করেই করন বলেন, “এদের স্ত্রী এরা কিন্তু দেখছে” যার উত্তরে এদিন সারার মুফট জবাব ছিল, “আশা করি তাদের স্বামীরা দেখছেন”।
বিবাহিত পুরুষদের নিজের স্বয়ম্বরসভায় দেখতে চাওয়ার এই অদ্ভুত ইচ্ছার কারণে সারাকে নিয়ে বেজায় ট্রল করা হয় সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু সারার স্বয়ংবর নিয়েই নয়, এছাড়াও নানান মজাদার প্রশ্ন ধনুষের দিকে ছুড়ে দেন করণ। যার মধ্যে অন্যতম ছিল, “যদি ধনুষ কোনদিন সকাল বেলায় উঠে নিজেকে রজনীকান্ত হিসাবে দেখতে পান তবে তিনি কী করবেন?” যার উত্তরে অভিনেতা জানান, “তিনি রজনীকান্ত হয়েই সারাদিন কাটিয়ে দেবেন”।
অন্যদিকে পাঁচজন দক্ষিণী পরিচালকের নাম বলতে ব্যর্থ হন সারা আলি খান এবং তার সাথে তাল মিলিয়ে ধনুষ একটি ইনস্টাগ্রাম টার্মের নাম বলতে পারেননি। সবমিলিয়ে “আতরঙ্গি রে” স্পেশাল এপিসোডে এই প্রশ্ন উত্তর রাউন্ড এদিন ছিল বেশ মজাদার। তবে একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয় শেষে, শেষ পর্যন্ত কে জিতলেন তা দেখতে আপনাদের চোখ রাখতে হবে টিভির পর্দায়!