Sara Ali Khan: পর্ন সাইট চালান অমৃতা, বড্ড গালাগালি দেন সইফ, দৃঢ় বিশ্বাস ছিল নবাব কন্যা সারার!

কারিনা কাপুরকে বিয়ে করার আগে নিজের ক্যারিয়ারের একদম শুরুর দিকে সইফ আলি খান বিয়ে করেছিলেন অভিনেত্রী অমৃতা সিং কে। অমৃতা সিং এবং সইফের দুই ছেলে এক মেয়ে, আলি খান এবং ইব্রাহিম আলি খান। আমি তার সাথে যখন সইফের বিচ্ছেদ হয় তখন সারার বয়স মাত্র নয় বছর। মা-বাবার বিচ্ছেদের পর দুই সন্তান মা অমৃতার কাছে বড় হয়ে উঠলেও বাবার সহচার্য থেকে দূরে থাকেননি সারা। স্ত্রীর সাথে বিচ্ছেদ হলেও ব্যস্ত শিডিউলের ফাঁকে সময় পেলেই সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন সইফ। এতো কিছু সত্বেও ছোটবেলায় নিজের বাবা-মা অর্থাৎ সইফ এবং অমৃতাকে অত্যন্ত বাজে মানুষ বলেই মনে করতেন সারা। সারা ধারণা জন্মে ছিল তার বাবা সইফ গালাগাল এবং নোংরা কথা বলতে ওস্তাদ এবং তার মা অমৃতা সিং পর্ন সাইট চালান!
মূলত তারা যখন বেশ ছোট সেই সময় বক্স অফিসে মুক্তি পায় সইফ আলি খান অভিনীত ওমকারা ছবিটি। সেখানে ‘ল্যাংড়া ত্যাগী’ চরিত্রে দুরুন্ত অভিনয়ের পাশাপাশি বিস্তর গালিগালাজ দিয়েছিলেন সইফ। অন্যদিকে কলিযুগ ছবিতে প্রধান ভিলেন হিসেবে পর্দায় দেখা গিয়েছিল অমৃতাকে। ওই ছবিতে অমৃতাকে দেখা গেছিল একটি কুখ্যাত পর্ন সাইটের কর্ণধার হিসাবে। ওই ছবিতে যথেষ্ট কুট এবং নিষ্ঠুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অমৃতাকে।
সারা আলি খান এর ছোটবেলার স্মৃতি প্রসঙ্গে ‘হার্পার বাজার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বেশ ছোটই ছিলাম যখন এই দুটি ছবি মুক্তি পেয়েছিল। ছোটবেলায় এই দুটি ছবি দেখে একদিকে যেমন চমকে উঠেছিলাম অন্যদিকে ভারী কষ্ট পেয়েছিলাম। ছবিটি দেখে সত্যি সত্যি ভেবে নিয়েছিলাম ওটাই আমার বাবা-মায়ের সত্যিকারের রূপ। বিশ্বাস করুন বিষয়টা এখন ভেবে মজা লাগলো তখন ব্যাপারটা মোটেই মজার ছিল না। দারুণ অস্বস্তিতে দিন কাটাতাম’।
এরপর সামান্য চুপ থেকে সারা আরও বলেন, তিনি চমকে উঠেছিলেন যখন তিনি দেখেছিলেন একই সঙ্গে সেরা ভিলেনের খেতাবের জন্য ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তার বাবা ও মায়ের নাম বাছাই করেছে বিচারকের দল। সারার মতে, ‘বুঝতেই পারছিলাম না চারপাশে কি ঘটছে। সেরা ভিলেন হিসেবে আমার বাবা মায়ের নাম নির্বাচন করার পর যথেষ্ট অবাক হয়েছিলাম। শুধু ভাবতাম এগুলো কি হচ্ছে!’