এক-দুই নয়, ৩০৮ জন মহিলার সঙ্গে রাত কাটিয়েছেন সঞ্জু বাবা! তালিকায় রয়েছেন ৬ বলি অভিনেত্রীও

Advertisement

১-২ টো নয়, ৩০০-এরও বেশি মহিলার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন সঞ্জয় দত্ত, রয়েছে এই অভিনেত্রীরাও। বলি (Bolly) ইন্ডাস্ট্রির এক নামজাদা অভিনেতা হলেন সঞ্জয় দত্ত (Sanjay Dutta)। যাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্ক উঠছে দর্শকমহলে। প্রসঙ্গত, তাঁর বায়োপিকে তৈরি ‘সঞ্জু’ সিনেমা প্রকাশ্যে আসার পর থেকেই উঠে এসেছে তার জীবনে ঘটা বেশ কিছু অজানা তথ্য। যা তিনি নিজেই স্বীকার করেছেন।

Advertisements

অভিনেতার মুখে শোনা যায় তিনি কম করে তিনশোর বেশি মহিলার সাথে শয্যাসঙ্গী হয়েছেন। তবে বায়োপিকে তার সংখ্যাটা দেখানো হয়েছে ৩০৮। তবে অভিনেতা রিয়েল লাইফের এই ৩০০ মহিলার তালিকায় রয়েছে ৬ জন অভিনেত্রীর নাম। যাদের সাথে বিছানায় রাত কাটিয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত।

Advertisements

রিচা শর্মা (Richa Sharma)- শোনা যায় সামাজিকভাবে অভিনেতা সঞ্জয় দত্ত প্রথম বিবাহ করেন রিচা শর্মাকে। তাঁরা ত্রিশলা নামে এক সন্তানের জন্ম দেন। পরবর্তীতে সেই সম্পর্ক স্থায়ী হয়নি। চির ধরে তাঁদের সম্পর্কে। অনেক পরে জানা যায় ব্রেন ক্যান্সারে মৃত্যু হয় রিচা শর্মার।

লিসা রে (Lisa Ray)- রিচা শর্মার সাথে বিচ্ছেদ হওয়ার পর কানাডিয়ান অ্যাক্ট্রেস ও মডেল লিসার প্রেমে পড়েন সঞ্জয় দত্ত। তবে এই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেনি অভিনেতা সঞ্জয় দত্ত। তাঁর অন্যান্য সম্পর্কের মতো এই সম্পর্ক কিছুদিন পর ভেঙে যায়।

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) এবং রিয়া পিল্লাই (Riya Pillai)- ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেই সময় অভিনেতা সঞ্জয় দত্ত এবং ধাক ধাক গার্লের ছবি দর্শকমহলে বেশ জনপ্রিয় ছিল। বেশ কিছুদিন প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন মাধুরী-সঞ্জয়।

তবে পরবর্তীতে মুম্বাই বিস্ফোরণে সঞ্জয়ের নাম জড়ালে অভিনেতার সাথে বিচ্ছিন্ন হয় মাধুরী দীক্ষিতের সম্পর্ক। অন্যদিকে, নব্বই দশকের আরেক অভিনেত্রী রিয়াও সঞ্জয় দত্তের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন। তবে সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। অন্যান্য সম্পর্কের মতো সঞ্জয় দত্তের এই সম্পর্ক ভেঙে যায়।

রেখা (Rekha) ও টিনা মুনিম (Tina Munim)- অভিনেত্রী রেখা এবং সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি ইন্ডাস্ট্রি জগতে। শোনা যায় তারা নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন। এমনকি গোপনে বিবাহ করেছিলেন। এখনও নেটিজেনদের অনেকেই দাবি করেন রেখা সঞ্জয় দত্তের জন্যই সিঁদুর পড়েন।

এছাড়াও, আর পাঁচটা সম্পর্কের মতো ৮০-র দশকের অভিনেত্রী টিনার সাথেও সম্পর্ক করেছিলেন সঞ্জয় দত্ত। ‘রাকি’ সিনেমাতে জুটি বেঁধে কাজ করেছিলেন টিনা এবং সঞ্জয়। আর সেই ছবির সূত্রেই তারা কাছাকাছি আসেন বলে জানা যায়। মিডিয়া অনুযায়ী জানা যায় তারা নাকি বিবাহ করেন। অন্যান্য সম্পর্কের মতো সেই সম্পর্ক ভেঙে যায় অভিনেতা সঞ্জয় দত্তের।

Related Articles