ছ্যা ছ্যা, সারা শরীরে স্যানিটরি ন্যাপকিন পরে আজব কাণ্ড ঘটালেন স্যান্ডি সাহা, চোখ কপালে নেটজনতার

Advertisement

সোশ্যাল মিডিয়ায় অনেকে যেমন নিজের প্রতিভাকে উজাড় করে ভাইরাল হয় তেমনই কিছু নেতিবাচক কাজকর্ম করেও অনেকে নেটিজেনদের নজরে চলে আসেন। তেমনই একজন হলেন স্যান্ডি সাহা। তার নাম শুনলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত কর্মকাণ্ড। অদ্ভুত পোশাক পরে, অদ্ভুত ভঙ্গিমায় সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ব্যস্ত। এভাবে সে বারেবারে নেটিজেনদের নজরে আসে।

Advertisements

এর আগেও অদ্ভুত পাগলামির ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। এবারও তার অন্যথা হল না। এর আগে তাকে নারী দিবসের দিন স্যানিটরি ন্যাপকিন গায়ে মুড়ে সকলের সামনে আসতে দেখা গিয়েছিল। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। মাটির হাঁড়ি, ডিমের ট্রে ইত্যাদি নিয়ে তাকে অদ্ভুত আদবকায়দা করতে দেখা গিয়েছে।

Advertisements

এবার তিনি গোটা শরীরে ডায়াপার জড়িয়ে প্রকাশ্যে এলেন। দিন দিন যেনো তার এই পাগলামি হয়ে উঠেছে লজ্জাজনক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার এই পাগলামি মেনে নিতে পারেন না৷ ছুঁড়ে দেন কটু কথা। কিন্তু স্যান্ডি যেনো কাউকেই পরোয়া করে না। ভাইরাল হওয়া ভিডিওটিতে শুরুতেই দেখা গিয়েছে সারা গায়ে ডায়াপার জড়িয়ে নাচ করছেন তিনি।

বিখ্যাত ডায়াপার কোম্পানি ‘মাম্মি পোকো প্যান্ট’এর ডায়াপার জড়িয়েছেন তিনি গায়ে। এক ব্যক্তির হাত ধরে টেনে তার সাথে নাচ করতে শুরু করেন তিনি। মাঝেমধ্যে রেল লাইনের মাঝে আবার রাস্তায় নাচ শুরু করে দেন নিজেই। তার এই ভিডিওটির কমেন্ট বক্সে কেউ লিখেছেন, এইভাবে দিন কাটানো যাবে না। আবার কেউ লিখেছেন, কাজ করুন, এভাবে কি আর সেলিব্রিটি হওয়া যায়!

Related Articles