প্রকাশ্য রাস্তায় ডিমের পেটি পরে উদ্দাম নাচ স্যান্ডি সাহার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
স্যান্ডি সাহা মানেই বিতর্কিত বিষয়। কারণ তিনি নানান উদ্ভট কাজকর্ম করে চলেন ভাইরাল হওয়ার জন্য। মাঝেমধ্যে নানান অদ্ভুত কাজকর্মের জন্য সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি এমনই এক অদ্ভুত ভিডিও তার ভাইরাল হয়েছে। যেখানে তার অদ্ভুত অঙ্গভঙ্গি ও পোশাক সকলকে উরফি জাভেদকে মনে করিয়ে দিয়েছে।
উরফি জাভেদকে এমন অদ্ভুত পোশাকে প্রকাশ্যে দেখা যায়। তিনিও বেশ বিতর্কিত তার পোশাক নিয়ে। আর সেই পথ অনুসরণ করলেন স্যান্ডি সাহা। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে মর্টিন ও ডিমের খোল বেঁধে নাচ করলেন তিনি। একসময় কমলালেবু ও বাদাম দিয়ে শরীর ঢেকে ছবি তুলে তার মাধ্যমে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন তিনি।
এবার তার পরনে দেখা গেলো সবুজ রং-এর মর্রিন ও ডিমের খোল। বুকের কাছে তাকে দেখা গিয়েছে মর্টিনগুলি বাঁধতে এবং নীচের অংশ ডিমের খোল দিয়ে ঢেকে রেখেছেন।তার এই অদ্ভুত পোশাক দেখে রাস্তার সকলেই অবাক। স্যান্ডির অদ্ভুত পোশাক ও পাশাপাশি শরীর দুলিয়ে অদ্ভুত নাচ সকলের নজর কেড়েছে।
‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ গানে নাচ করেছেন তিনি। প্রচুর মানুষ ইতিমধ্যে ভিডিওটি দেখে ফেলেছেন। এমন অদ্ভুত পাগলামির ভিডিও দেখে হাসিতে ফেটে পড়েছেন সকলে। অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ বলছেন তিনি উরফি জাভেদকে দেখে এমন পোশাক পরা শিখছেন।