বিনোদনভাইরাল ভিডিও

উন্মুক্ত ক্লিভেজ দেখিয়ে এমন পোজ দিলেন অভিনেত্রী সন্দীপ্তা, হুঁশ উড়ল পুরুষ ভক্তদের

টলি পাড়ায় সিনেমা থেকে ওয়েব সিরিজ সবজায়গায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। বর্তমানে ওয়েব সিরিজের বিভিন্ন রকম চরিত্রে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। বিভিন্ন রকমের চরিত্রে নিজের সেরাটা দিয়ে দর্শকদের মনে জায়গা কথা নিচ্ছেন তিনি। এর পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়।

নিজের কাজের নানান ছবি ও ভিডিওর পাশাপাশি নানান ফটোশ্যুটের ছবি ও ভিডিও পোস্ট করেন তিনি।তেমনই সম্প্রতি এক রিল ভিডিওতে তিনি সকলের নজর কেড়েছেন। সম্প্রতি শেয়ার করা ইনস্টা রিলস্ ভিডিওতে সন্দীপ্তাকে দেখা গিয়েছে মেরুন রঙের সিকুইনড গাউনে। গাউনটি বডিকন। এটি একটি স্প্যাগেটি সিকুইনড।

এর পাশাপাশি গাউনটি ডিপ নেক হওয়ার কারণে ক্লিভেজ উন্মুক্ত হয়ে রয়েছে অভিনেত্রীর। এর পাশাপাশি মানানসই সাজে নিজেকে সাজিয়েছেন তিনি।কানে মানানসই দুল ও ঠোঁটে হালকা লিপস্টিকে রাঙিয়ে তুলেছেন নিজেকে। খোলা চুলে নিজেকে অপরূপ সাজে সকলের সামনে হাজির করেছেন সন্দীপ্তা।

জানা গিয়েছে, সন্দীপ্তার এই গাউনটি কলকাতার ফ্যাশন হাউস এইচ.এস.ক্রিয়েশনের তৈরি। অনেকেই সন্দীপ্তার এই লুকের প্রশংসা করেছেন। তার সুন্দর সাজ ও মানানসই মেকাপে নিজেকে আকর্ষণীয় করে তুলেছেন তিনি যা কারোর নজর এড়ায়নি।