জিন্স-টপ পরে ট্রেন্ডিং গানে জমিয়ে নাচ সন্দীপ্তার, ভাইরাল ভিডিও
Free bird.. হ্যাঁ এই তকমা খাটে সন্দীপ্তার ক্ষেত্রে। কোনো বাধাধরার রুলে নিজেকে বেঁধে রাখেননি সন্দীপ্তা সেন। কেয়ার ফ্রি জীবন কাটাতেই ভালোবাসেন এই অভিনেত্রী তথা মনোবিদ। কখনো তিনি অবসরে নাচ করেন কখনো গান কখনো আবার বেরিয়ে পড়েন ঘুরতে আর তার সেই সব ছবি ক্যামেরাবন্দি হয়ে ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।
টাপুর টুপুর খ্যাত সন্দীপ্তাকে কে না চেনেন! এই মুহূর্তে টলি পাড়ার ও ওয়েব সিরিজ জগতের অন্যতম মুখ তিনি। তবে এবার আর কাজের সূত্র ধরে না তিনি ভাইরাল হলেন নাচ করে। যত দিন যাচ্ছে ততই যেন এই অভিনেত্রীর গ্ল্যামার বেড়েই চলেছে এখানেও তার গ্ল্যামার আর নাচ দেখে মুগ্ধ হলেন নেটপাড়ার বাসিন্দারা। বর্তমানে বেস্ট ট্রেন্ডিংয়ে রয়েছে Tum tum গানটি। সম্প্রতি তাকে দেখা গেছে এই গানের তালেই পা মেলাতে।
এই গানের সাথে ইতিমধ্যে অনেকেই রিল ভিডিও বানিয়ে ফেলেছেন আর তা থেকে বাদ গেলেন না তিনিও। জঙ্গলের মধ্যেই তাকে দেখা গেল এই গানের তালে দুর্দান্তভাবে নাচ করে উঠতে।এদিন তার পরনে ছিল সবুজ রঙের টপ ও জিন্স তার উপর লং জ্যাকেট। একদম নো মেকাপ, সাধারণভাবে বাধা চুলেই ভিডিওটিতে সাবলীলভাবে নেচেছেন তিনি।
আর নিজের সাধারণ লুক দিয়েই নজর কেড়েছেন এই সুন্দরী। তাহলে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। প্রসঙ্গত কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ বোধন। তার কিছুদিন আগে “মার্ডার ইন দ্য হিলসেল” দেখা গেছে তাকে। নিজেকে বিভিন্ন ভাবে এক্সপেরিমেন্ট করে চলেছেন অভিনেত্রী আর তাতে যে তিনি সফল তা বলার অপেক্ষা রাখে না।