বিনোদন

চুপি চুপি বড় হয়ে গেল শাহরুখ-রানীর মেয়ে, গ্ল্যাম ফিগারে লাস্যময়ী ‘সানা’

কুছ কুছ হোতা হ্যায় ছবি দিয়েই করণ জোহরের পরিচালনায় হাতেখড়ি। কুছ কুছ হোতা হ্যায়- র বাচ্চা মেয়ে অঞ্জলীর চরিত্রটা আজও সকলের মনে গেঁথে আছে। তবে, চলচ্চিত্র জগতে তারকাদের আসা যাওয়া লেগেই থাকে। এমন অনেক তারকাই রয়েছেন যাঁরা হয়তো একটি মাত্র ছবি করেই সেরার তালিকাতে নিজেদের নাম লিখিয়েছিলেন।

কিন্তু পরবর্তীতে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। অথচ সেই ছবি আজও সকলের মনে গেঁথে রয়েছে। ছবির আদ্য পান্ত জুড়ে থাকা এমনই এক চরিত্র ছিল অঞ্জলি। কুছ কুছ হোতা হ্যায় ছবিতে শাহরুখ খানের মেয়ের ভূমিকাতে অভিনয় করে যিনি সকলের নজর কেড়েছিলেন তিনি হলেন অঞ্জলি ওরফে সানা। বর্তমানে সেই ছোট্ট অঞ্জলি অনেক বড়। এখন তাকে সানা বলেই চেনে। কিন্তু একি কান্ড কিং খান তার নিজের মেয়েকে চিনতে পারলেন না?

প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন সানা। ছোট বয়সেই একই সঙ্গে একই ফ্রেমে শাহরুখ-সলমনের সঙ্গে অভিনয় করে সে। কিন্তু বর্তমানে সেভাবে তাঁকে পাওয়া যায়নি বড় পর্দায়। অভিনয় জগত থেকে একপ্রকার নিজেকে সরিয়ে নিয়েই এই তারকা এখন সোশ্যাল মিডিয়ায় এক কথায় বলতে গেলে স্টার। তবে, এটা বলতে হয় কুছ কুছ হোতা হ্যায়’-এর দু’বছর পরে ‘বাদল’ এবং ‘হর দিল যো প্যায়ার করে গা’ ছবিতেও শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন সানা।

সানা কিন্তু সে সময় চুটিয়ে কাজ করেছেন ছোট পর্দায়। ‘ফক্স কিডস’, ‘কুমকুম— এক প্যায়রা সা বন্ধন’, ‘কহিঁ তো হোগা’, ‘সাত ফেরে: সালোনি কি সফর’, ‘কাব্যাঞ্জলি’, ‘বাবুল কে অঙ্গন ছুটে না’, ‘সজন ঘর যানা হ্যায়’, ‘সসুরাল গেঁদা ফুল’-সহ বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এরই মাঝে বড় পর্দায় সানা ফিরে আসেন ২০১২ সালে স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর হাত ধরে।

অন্যদিকে আবার এক টেলিভিশন শো-এ শাহরুখে মুখোমুখি হন সানা। কিন্তু রিল মেয়ে এতই বড় হয়ে গিয়েছে যে তাকে দেখে চিনতেই পারেনি কিং খান। সেই শো-এ সানার নাচ দেখে শাহরুখ বলেন, মনে হচ্ছে মেয়ে এ বার সত্যিই বড় হয়ে গিয়েছে। এটা বলতেই হবে কিং খানের সঙ্গে সানার এখনও মধুর সম্পর্ক। এমনকী ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এ অভিনয় করার সময় শাহরুখ নিজে এসে দেখা করেছিলেন সানার সঙ্গে।

বলে রাখি, ১৯৯৮ সালে যখন ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তি পায়, তখন সানার বয়স ১০-ও পার হয়নি। ২০০ জন বাচ্চার মধ্যে অডিশন দিয়ে সানা মনোনীত হন ছবির জন্য। সানার বাবার কিন্তু মেয়ের কেরিয়ার নিয়ে আপত্তি ছিল যদিও পরে তার মন পরিবর্তন হয়। বলে রাখি সানা কিন্তু বিগ বস’, ‘ঝলক দিখলা যা’, ‘ফিয়ার ফ্যাক্টর’, ‘নাচ বালিয়ে’, ‘কমেডি সার্কাস’-এর মতো শো-এ প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles