শুটিং সেটে নায়িকাদের দিয়ে এমন কাজ করাতে বাধ্য করতেন সালমান! খবর ফাঁস হতেই রেগে আগুন নেটিজেনরা

Advertisement

ফের বড় পর্দায় ফিরছেন বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan)। এবারের ঈদে মুক্তি পেতে চলেছে ‘কিসি কা ভাই, কিসি কা জান’। আর তাই নতুন ছবির প্রচারের জন্য চারিদিকে ছুটে বেড়াতে হচ্ছে তাকে। জানা গিয়েছে, এই ছবিটি ২০১৪ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভীরাম’-এর কাহিনি অবলম্বনে তৈরি। ছবির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। দীর্ঘদিন পর সালমানকে বড় পর্দায় দেখে যারপরনাই খুশি তার ভক্তরা।

Advertisements

Advertisements

এই ছবিতে সালমান খান ছাড়াও অভিনয় করেছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালদের মতন একাধিক তারকা। পলক তিওয়ারির এটি প্রথম ছবি। পলক হলেন শ্বেতা তিওয়ারির কন্যা। এবার সালমানের ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। সালমান খানের সঙ্গে কাজ করে এক বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আনলেন পলক।

 

যদিও এর আগে মহেশ মঞ্জরেকরের ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলক। এবার তারকা হিসেবে পথ চলা শুরু তার। আর ভাইজানের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবার না জানিয়ে থাকতে পারলেন না তিনি। পলকের কথায় সালমান শ্যুটিং সেটে সকল মেয়েদের জন্য এক নিয়ম চালু করেন যা সেটে পর্দার সামনে ও পিছনে কাজ করা সকল মেয়েদের মেনে চলতে হয়েছে।

এক শো-তে এসে পলক বলেন, সালমানের এই নিয়ম সকল মেয়েদের মানতে হতো। তিনি সেটের সমস্ত মেয়েদের জন্য ড্রেস কোড চালু করেন। এর আগেও একবার সালমানের সঙ্গে কাজ করতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন পলক। সালমান কেমন পোশাক পরা বাধ্যতামূলক করেছিলেন? পলক জানান, মেয়েদের ডিপ নেকলাইন পোশাক পরতে দেওয়া হয়নি।

 

সালমান সেটের সমস্ত মেয়েদের শরীর প্রদর্শনে নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন। এই খবর চাউর হতেই নেটিজেনদের একাংশ যেমন সমর্থন করেন তেমনি আরেক অংশ বিরোধীতা করেছেন।

Related Articles