বাবা আমার কি বিয়ে হবে না, মনের দুঃখে গান ধরলেন সালমান খান! তুমুল ভাইরাল ভিডিও

55 বছর পেরিয়ে গেছে কিন্তু তার ফ্যান ফলোয়িং দিন দিন বেড়েছে। এমন কোনো মেয়ে হয়তো নেই যে তার প্রেমে পড়েননি। সালমান খান যার নাম শুনলেই পাগল হয়ে যান সবাই তিনিই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার। 55 বছর পেরিয়েও বিয়ের পথে হাটেননি তিনি। এই নায়ক জীবনে কম প্রেম করেনি প্রচুর সম্পর্ক ভাঙ্গা-গড়ার মধ্যে দিয়ে গিয়েছে তার কিন্তু বিয়েতে তার যত আপত্তি।
কিছুদিন আগেই শেষ হয়েছে বিগ বস সিজন 14, সেখানে তিনিই ছিলেন আঙ্কর। এইবার শোতে এক সাধুবাবা প্রতিযোগী হিসেবে এসেছিলেন যার কাছে নিজের হাত দেখিয়ে বিয়ের ব্যাপারে জানতে চেয়েছিল সালমান খান। তখনই সাধুবাবা জানিয়েছিলেন সালমানের নাকি বিয়ে হওয়ার কোন সম্ভাবনা নেই। আর মনে করা হচ্ছে তারপর থেকে বিয়ে নিয়ে যথেষ্ট দুশ্চিন্তাই আছেন তিনি। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতো সেরকম ইঙ্গিতই দিচ্ছে। এবার কি নামের পাশে আইবুড়ো শব্দ সরাতে চাইছেন তিনি? তবে কি বিয়ের জন্য ব্যাকুল হয়ে উঠলেন?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে সালমান খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নিজের বিয়ে নিয়ে বেশ চিন্তিত তিনি। ভিডিওতে বাবা আমার কি বিয়ে হবে না গান ধরেছেন তিনি।
না না অবাক হবেন না আসলে ভিডিওটি মজা করে বানানো। এটা একটা এডিটেট ভিডিও। বর্তমান প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই করা যায় এখানেও একটি সফটওয়্যার এর মাধ্যমে সালমান খানের কিছু ভিডিও সাথে এই গানটি ব্যাকগ্রাউন্ডে এটাচ করে দেওয়া হয়েছে। রাজ কুমার বিশ্বাস নামে এক এডিটর মজার ছলে এই ভিডিওটি করেছেন, যা বর্তমানে ভাইরাল।