সকলের সামনে গায়ে হাত তুলেছেন বারবার! অবশেষে ঐশ্বর্যের অভিযোগে মুখ খুললেন সালমান

একসময় তাদের প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচনার বিষয়। তবে ধীরে ধীরে সেই সম্পর্ক এমনই পর্যায়ে পৌঁছায় যে একে অপরের মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেতা সলমন খান এবং অভিনেত্রী ঐশ্বর্য্য রাই বচ্চনের সম্পর্কে। প্রথমে বন্ধুত্ব, অবশেষে প্রেম এভাবেই এগিয়ে চলছিল সম্পর্ক।
তবে শেষমেশ খুব খারাপভাবে বিচ্ছেদ হয়ে যায় তাদের। যার নেপথ্যে রয়েছে সলমনের মাদকাসক্তি এবং ঐশ্বর্য্যকে করা অত্যাচার। শোনা যায় ঐশ্বর্য্যর উপর অধিকারবোধ এতোটাই বেড়ে গিয়েছিল সলমনের যে একপ্রকার বিরক্ত হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এমনকি তার বাড়ির সামনে গিয়ে একদিন মদ খেয়ে পাগলামি করেছিলেন অভিনেতা। এছাড়া দরজায় ধাক্কাধাক্কিও করেছিলেন।
শুধু তাই নয় ঐশ্বর্য্যর গায়ে হাত তুলেছিলেন নাকি এই অভিনেতা। প্রথমদিকে বিষয়টি অস্বীকার করলেও পরে মেনে নেন ঐশ্বর্য্য। সম্প্রতি সেই বিষয়ে মুখ খুলেছেন সলমন। জানিয়েছেন, ‘কোনো মহিলা যদি বলেন আমি এমনটা করেছি তাহলে আমার কিছু বলার নেই। আমার মনে হয় না আমি প্রচন্ড রেগে কাউকে আঘাত করছি। আর সেটা কোনো মহিলা মেনে নিচ্ছেন। আমি যদি রেগে কাউকে আঘাত করে থাকি, তাহলে তার আর রক্ষে থাকবে না।’
উল্লেখযোগ্য, সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেটে পরিচয় হয়েছিল এই দু’জনের। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে সেই সম্পর্ক পৌঁছায় প্রেমে। কিন্তু শেষমেশ খুব খারাপভাবে বিচ্ছেদ হয় তাদের। আর এই বিচ্ছেদের মাশুল দিতে হয়েছিল অভিনেত্রীকে। একাধিক সিনেমা হাতছাড়া হয়ে গিয়েছিল তার। এমনকি শাহরুখও নাকি তার সাথে সিনেমা করতে চাননি।