ইচ্ছে থাকলেও কারোর ‘জান’ হতে পারলেন না, আক্ষেপের সুরে দুঃখ প্রকাশ করলেন সলমন

‘আমি তো চেয়েছিলাম জান হতে, কিন্তু সবাই আমাকে ভাই বানিয়ে দেয়!’ সম্প্রতি এমনই মন্তব্য করেছেন বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার সলমান খান। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। ইতিমধ্যেই জোরকদমে সিনেমার প্রচার চালিয়েছেন তিনি। সম্প্রতি তারই প্রচারে তাকে দেখা যাবে ‘আপ কি আদালত’ রিয়্যসলিটি শো’তে।
যেখানে রজত শর্মার একাধিক প্রশ্নের মোকাবিলা করবেন এই অভিনেতা। যদিও এই প্রথম নয় আগেও তিনি এই শো’তে উপস্থিত হয়েছেন। এদিন প্রথমে তাকে জিজ্ঞেস করা হয় বিয়ে কবে করছেন তিনি? তবে তার উত্তরে অভিনেতা জানান এক সময় তিনি বিয়ের পরিকল্পনা করেছেন, কিন্তু বারবার সেটি ভেস্তে গিয়েছে। এরপরেই একটি বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তাকে।
আসলে সিনেমার ট্রেলার লঞ্চের দিন শেহনাজ গিলকে ‘মুভ অন’ করার পরামর্শ দিয়েছিলেন সলমন। সেই প্রসঙ্গে রজত শর্মা তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি যে জীবনে এক থেকে দুই, দুই থেকে তিন মুভ অন চালিয়ে যাচ্ছেন! সেটা কেন?’ এরপরেই আক্ষেপের সুরে সলমন বলেন, ‘আমি ভালোবাসায় হতভাগা স্যার। ‘আজকাল আমি শুধুই ভাই! যাদেরকে চাইছি যে তারা জান বলুক আমায়, তারাও ভাই বলেই ডাকছে। কী করবো বলুন?’
আসলে অভিনেতার জীবনে একাধিকবার প্রেম এলেও, সেগুলো পরিণতি পায়নি। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বর্য্য রাই, এমনকি ক্যাটরিনা কাঈফ প্রত্যেকেই তার সাথে সম্পর্কে জড়ালেও সে সম্পর্ক বিবাহবন্ধন পর্যন্ত পৌঁছয়নি। অন্যদিকে এই সিনেমার অভিনেত্রী পূজার সাথে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শুরু হয়েছিল তাকে নিয়ে। যদিও তা ভিত্তিহীন বলেই দাবী করেছেন পূজা।