সালমান খানের প্রাণ নিয়ে টানাটানি, নজরবন্দী ভাইজান

Advertisement

ফের প্রাননাশের হুমকি বলিউড অভিনেতা সালমান খানকে (Salman Khan)। আর এবার সামনাসামনি দেখা করতে হুমকি দেওয়া হল। এর পাশাপাশি হুমকিতে বলা হয় যদি সালমান কথস না শোনেন তবে তিনি ‘ঝটকা’ খাবেন। আর এরপরই চিন্তার ভাজ সালমানের নিরাপত্তা নিয়ে। এমন হুমকির পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জানা যাচ্ছে, সালমানকে হুমকি দেওয়ার পর অভিনেতার তরফে এফআইআর দায়ের করা হয়।

Advertisements

সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হয় মুম্বাই পুলিশের কাছে। এই ঘটনার পর জানা যাচ্ছে, মুম্বাইতে বর্তমানে নেই অভিনেতা। তিনি বর্তমানে মুম্বাই ছেড়েছেন। সামনেই মুক্তি পেতে চলেছে সালমানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’। এই ছবির প্রমোশন শুরু হতে চলেছে। তবে সাময়িক নিরাপত্তার কথা ভেবে সালমান কোনোরকম প্রমোশনে উপস্থিত থাকবেন না। লোক জমায়েত রয়েছে এমন কোনো অনুষ্ঠানেও তিনি হাজির থাকবেন না।

Advertisements

তবে তিনি বর্তমানে কোথায় গিয়েছেন তা সকলের অজানা। কবে ফিরবেন তা কেউ জানেন না। শনিবার রাতে মোহিত গর্গ নামক এক ব্যক্তির ইমেল থেকে একটি মেইল আসে। সেই মেইলে লেখা রয়েছে, “গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সলমনের সঙ্গে। কিছু হিসাব মেটাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি।

সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাব না। তখন শুধু ঝটকা দেব”। সালমান এই মেইল পড়বেন না জেনেই এমনভাবে মেইলটি লেখা হয়েছে। কিছুদিন জেলবন্দি আসামী লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকারে জানান, তার জীবনের একমাত্র লক্ষ্য হল সালমানকে খুন করা৷ এরপর থেকেই চিন্তার ভাজ সালমান-ঘনিষ্ঠদের।

Related Articles