অতিমারীর বাড়বাড়ন্তে ফের ত্রাতা হয়ে দাঁড়ালেন সালমান খান, কি করলেন বলিউড ভাইজান? দেখুন ভিডিও

পরিস্থিতি সহজ নয় অতিমারির সাথে লড়াই চলছে গোটা বিশ্বে দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। আগের বারের চেয়ে আরো বেশি সংক্রামক হয়ে উঠেছে কোভিড 19 ভাইরাস। গত কয়েক সপ্তাহে দেশে করনা আক্রান্তের রেখচিত্র ঊর্ধ্বমুখী প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালের বেডের অভাবও, স্বাস্থ্যকর্মীরা প্রতিমুহূর্তে মানুষের সেবায় নিয়োজিত হয়ে রয়েছে। আর এবার তাদের সেবায় নেমে এলেন সালমান খান।
তার পরপোকারী মনের কথা অনেকেই জানেন বিশাল হৃদয়ের অধিকারী এই তারকা 2007 সাল থেকে বিং হিউম্যান ইসলামের একটি সংস্থা পরিচালনা করছেন যেখানে দুঃস্থ মানুষদের সাহায্য দেওয়া হয়। তবে এইবার তাদের কথা ভাবলেন যারা এই অতিমারির সাথে ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন।
মুম্বাই যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা অতিমারীর সাথে প্রথম সারিতে থেকে লড়ছেন তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন ভাইজান। মুম্বাই রাজপথে বেরিয়ে পড়েছে তার খাদ্য সরবরাহের গাড়ি। করোনার সেকেন্ড ওয়েভে ইতিমধ্যে মহারাষ্ট্রে কার্ফু জারি হয়েছে, করোনা আক্রান্তদের সুস্থ করার তাগিদে অবকাশ পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরা। অনেক সময়ে খাবার খাওয়ার জন্য বাড়িও যেতে পারছেন না তাই তাদের মুখে হাসি ফোটাতে পেট ভরে খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন সালমান খান।
খাদ্যতালিকায় রয়েছে চা, জল, বিস্কুট উপমা, পোহা, পাওভাজি ইত্যাদি। এছাড়াও একটি আপৎকালীন ফোন নাম্বার দেওয়া হয়েছে যার মাধ্যমে কোনো স্বাস্থ্যকর্মী ফোন করলে তার কাছে খাবার পৌছে যাবে। তার এই মানবিক পদক্ষেপে উপকৃত হবেন বহু স্বাস্থ্যকর্মী।