ঐশ্বর্য, সঙ্গীতা নয়, বলিউডের এই হট ডিভার কারনেই আজও অবিবাহিত সালমান! ফাঁস হল আসল রহস্য
সঙ্গীতা, ঐশ্বর্য্য, ক্যাটরিনা ছাড়াও আরেক অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন অভিনেতা সলমন খান! যিনি আর কেউ নন সকলের পরিচিত জুহি চাওলা। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এতোদিন পর্যন্ত বাকি অভিনেত্রীদের নাম শুনেছিলেন সলমন খানের প্রেমিকা হিসেবে। তবে হঠাৎ করে জুহি চাওলার নাম কোত্থেকে এলো? আসুন তাহলে এই বিষয়টি খোলসা করেই বলা যাক।
বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন সলমন খান। বিগত কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। তবে কেরিয়ারে সফলতা লাভ করলেও এখনো পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তিনি। এতোদিন পর্যন্ত তার নাম জড়িয়েছে একাধিক অভিনেত্রীর সাথে। সর্বপ্রথম শোনা যায় সঙ্গীতা বিজলানিকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
যদিও সেটি সম্ভব হয়নি। এরপর ঐশ্বর্য্য রাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এই অভিনেতা। তবে সেই সম্পর্ক পরিণতি পায়নি। একে একে ক্যাটরিনা-সহ একাধিক নায়িকার সাথে নাম জড়িয়েছে তার। আর এবার শোনা গেল কেরিয়ারের শুরুতে জুহির প্রেমে পড়েছিলেন সলমন। এমনকি তার বাবার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি।
This salman khan ❤❤ pic.twitter.com/GQP4fffpRu
— Arshi Siddiqui (@Arshi_E_Sid) March 10, 2023
যে কথা নিজেই স্বীকার করেছেন তিনি। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি সাক্ষাৎকারে সলমন বলছেন, জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আদুরে মেয়ে। আমি ওর বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন কিনা।’ যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি জিজ্ঞেস করেন তার বাবা কী বলেছিলেন? সলমন বলেন, ‘না বলেছেন। হয়তো ভেবেছিলেন মানাবে না।’