একাধিক নারীসঙ্গেই সর্বনাশ সালমান খানের!
প্রেমিকার কারণে দীর্ঘ দশ বছর জ্যাকি শ্রফের সাথে কথা বলেননি সলমন খান! এমনকি রীতিমতো মুখ দেখাদেখিও বন্ধ হয়ে গিয়েছিল তাদের। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন এমন কী ঘটেছিল তাদের মধ্যে যে সম্পর্কের এতোখানি অবনতি হয়েছিল? আসুন তাহলে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। সলমন খানের রাগের কথা আমরা সকলেই জানি।
কেরিয়ারে তিনি যতই সফল হোন না কেন ব্যক্তিগত জীবনে তার নানান উত্থান-পতন রয়েছে। এমনকি একাধিক তারকাদের সাথে ঝামেলায় জড়িয়েছেন তিনি। যে তালিকায় রয়েছে সঞ্জয় দত্ত, বিবেক ওবেরয়, সরোজ খান, হৃত্বিক রোশন প্রমুখ তারকারা। সেই তালিকাতেই রয়েছেন আর একজন অভিনেতা, যিনি হলেন জ্যাকি শ্রফ। আর এই ঝামেলার নেপথ্যে রয়েছেন সলমনের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি।
বলিউডে প্রবেশ করতেই সলমন সঙ্গীতার প্রেমে পড়ে যান। দু’জনেই যখন কেরিয়ার গড়তে ব্যস্ত ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্কও গড়ে ওঠে। বেশ ভালোই চলছিল তাদের প্রেম। তবে হঠাৎ করে এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেন জ্যাকি শ্রফ। বেশ কয়েকটি সিনেমায় জ্যাকির সাথে স্ক্রিন শেয়ার করেছেন সঙ্গীতা। সলমন মনে করেছিলেন তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে।
এরপরেই প্রায় ১০ বছর তিনি কথা বলা বন্ধ করে দেন জ্যাকির সাথে। যদিও শেষ পর্যন্ত সলমন এবং সঙ্গীতার প্রেম পরিণতি পায়নি। বিয়ে হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি তাদের। এরপর একাধিক অভিনেত্রীর সাথে সম্পর্কে জড়িয়েছেন সলমন। যার কোনোটাই এখনও পর্যন্ত পরিণতি পায়নি। অন্যদিকে সঙ্গীতা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেটার আজহারউদ্দিনের সাথে। সেই সম্পর্কেরও বিচ্ছেদ ঘটেছে।