Advertisements

ঐশ্বর্যর সঙ্গে সঙ্গমের ঘনিষ্ঠতা ভুলতেই পারছেন না Salman? জানেন কি কারণে আজও অবিবাহিত ভাইজান

Advertisements

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান পঞ্চাশ পেরিয়ে এখনো নিজের বিয়ে নিয়ে স্পিক টু নট ভাইজান। তবে সালমানের জীবনে সুন্দরী নারীদের অভাব নেই। বরং বারবার প্রেমে পড়েছেন বলিউডের এই লাভার বয়। তবে প্রেম পরিণতি না পেলেও সালমানের লাভ স্টোরিগুলি বেশ চর্চিত বি টাউনে।

ঐশ্বর্য, সঙ্গীতা বিজলানি, ক্যাটরিনা কাইফ ইউলিয়া, জ্যাকলিন ফার্নান্ডেজ, একের পর এক স্বপ্ন সুন্দরীদের সাথে নাম জড়িয়েছে সালমানের। তবে সবথেকে বেশি চর্চায় এসেছিল সালমান ঐশ্বর্য প্রেম কাহিনী। বর্তমানে একে অপরের মুখ দেখতেও পছন্দ করেন না এই দুই তারকা, তবে এক সময় একে অপরের জন্য পাগল ছিলেন তারা। অনেকেরই মতে প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্যকে আজও ভুলতে পারেনি সালমান, আর তাই ঐশ্বর্য সব ভুলে বলিউড শাহেনশাহ অমিতাভ এর পুত্র অভিষেকের সাথে সুখে ঘরকন্না করলেও সালমান আজ অব্দি বাঁধতে পারলেন না সংসার।

একসময় সঙ্গীতা বিজলানির সাথে সম্পর্ক ছিল সালমানের। সঙ্গীতার সাথে সম্পর্ক নিয়ে বহুবারই খোলাখুলি কথা বলেছেন সালমান, এমনকি তাদের বিয়ের ডেট পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল, বিলি হয়ে গিয়েছিল বিয়ের কার্ড, তবে বিয়ের ঠিক আগেই সালমান জানতে পারেন সঙ্গীতার মনে বাস করছে অন্য এক পুরুষ আর তাতেই ভেঙ্গে যায় তাদের বিয়ে। এরপর সঙ্গীতা বিজলানি বিয়ে করেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন কে, তবে সেই বিয়েও বেশিদিন টেকেনি।

ঐশ্বর্য জন্য খুবই পজেসিভ ছিলেন সালমান। এমনকি জানা যায় ঐশ্বর্য এর কারণেই সালমানের সাথে শত্রুতা শুরু হয় বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের, যার ফলস্বরূপ বিবেককে ভুগতে হয়েছিলো ভাইজানের রোষ। বলিউডের চর্চিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো সালমানের বিয়ে, তবে এই বিষয়ে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন ভাইজান। জীবনে বহুবার প্রেম আসলেও বিয়ের পিঁড়ি অবধি পৌঁছায়নি তা, আর তাই আজও সালমান হ্যাপিলি সিঙ্গেল।

Related Articles