বিনোদনভাইরাল ভিডিও

করিনা নয়, রাতে কাকে নিজের বেডরুমে ডাকলেন সইফ আলি খান?

‘এক কাজ করুন, আমার বেডরুমে চলে আসুন’! পাপারাজ্জিদের উদ্দেশ্যে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেতা সঈফ আলী খান। যা শোনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলে। আমরা সকলেই জানি যে বলিউড ইন্ডাস্ট্রির যে কোনো তারকার ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ থাকে না মানুষের। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন সব বিষয়ই হয়ে ওঠে হটটপিক।

আর তাদের ব্যক্তিগত জীবনকে সকলের সামনে নিয়ে আসেন পাপারাজ্জিরা। সবসময় ক্যামেরা নিয়ে প্রস্তুত থাকেন তারা। তারকাদের কোথাও দেখা গেলেই সেসব ছবি বা ভিডিও তুলে তারা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এবার সেরকমই পাপারাজ্জিদের সম্মুখীন হয়েছিলেন সইফ। তবে বিষয়টি যে মোটেই ভালো চোখে দেখেননি তিনি, তা বোঝা গিয়েছে তার মন্তব্য শুনেই।

আসলে অন্যান্য তারকারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, তিনি তার ব্যক্তিগত জীবনকে তেমন সকলের সামনে আনতে চান না। সোশ্যাল মিডিয়া থেকে খানিকটা দূরেই থাকেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় তার বাড়ির সামনে ভীড় জমিয়েছেন পাপারাজ্জিরা। যখন করিনা এবং সঈফ বাড়ি ফিরছিলেন তাদের ছবি তোলার জন্য এগিয়ে যান সকলে।

তাদের অনুরোধ করা হয় ছবি তোলার জন্য। কিন্তু তখন রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেন অভিনেতা। তাদের উদ্দেশ্যে বলেন, ‘এক কাজ করুন, আমার বেডরুমে চলে আসুন।’ এরপর দরজা খুলে বাড়িতে ঢুকে যান দু’জনে আর ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেন। ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে যেমন তাকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ সমালোচনা করতেও ছাড়েননি।