বেঁটে বরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু, নিন্দুকদের মুখে ঝামা ঘোষে দিলেন রুশা!

স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে সমালোচকদের জানিয়ে দিলেন তারা ভীষণই সুখে রয়েছেন, দাম্পত্যজীবন চুটিয়ে উপভোগ করছেন। এক সময় টেলিভিশনের প্রথমসারির অভিনেত্রী ছিলেন তিনি। তবে বাবা-মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করে অভিনয় পাশাপাশি কলকাতাকে বিদায় জানিয়েছেন রুশা চট্টোপাধ্যায়। জীবনের গুরুত্বপূর্ণ সময়টা মার্কিন মুলুকেই কাটাচ্ছেন অভিনেত্রী।
চলতি বছর বিয়ে করেছেন রুশা। তার স্বামী অনুরণ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তবে বিয়ের সময় তাদের ছবি দেখে সমালোচনায় ভরে উঠেছিল দর্শকমহল। কারণ, রুশার তুলনায় অনুরণের উচ্চতা একটু কম। সেই কারণে একাধিক ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছিল দু’জনকে। এমনকি বিদেশে চলে যাওয়ার পরেও সেই সমালোচনা থামেনি।
শোনা গিয়েছিল অনুরণকে বিয়ে করে নাকি সুখী হননি রুশা। তবে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন একটি রোমান্টিক ছবির মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে নিউইয়র্কের একটি বহুতলে দাঁড়িয়ে রয়েছেন স্বামী-স্ত্রী। পেছনে কাঁচা-পাকা দেওয়ালের উপরে রয়েছে নিউইয়র্কের স্কাইলাইন। তার সামনে একে অপরের ঠোঁটে-ঠোঁট রেখেছেন দুজনে। এই ছবিই সেই সমস্ত ট্রোলারদের প্রতি তাদের উত্তর।