‘হু ইজ অরিজিৎ সিং ম্যান?’ গায়কের ছবিতে কমেন্ট করে ফের বিপাকে রূপঙ্কর বাগচী
সম্প্রতি এবার অরিজিৎ সিংয়ের ছবিতে কমেন্ট করে তুমুল কটাক্ষের স্বীকার হলেন বাংলার আরেক শিল্পী রূপঙ্কর বাগচী! এই নামটির সাথে কমবেশি সকলেই পরিচিত। কারণ, তিনি একদিকে যেমন জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন অন্যদিকে তার একটি বিতর্কিত ভিডিওর কারণে সকলের নজরে উঠে এসেছিলেন তিনি। যে কাহিনী নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এই বিষয়ে প্রচুর পরিমাণে জলঘোলা হয়েছে। সম্প্রতি আরও একবার চর্চায় উঠে এসেছেন তিনি। তাও আবার অরিজিৎ সিংয়ের ছবিতে কমেন্ট করে। আসলে অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না। মাঝেমধ্যে প্রোফাইল পিকচার পরিবর্তন করেন মাত্র। সম্প্রতি সেরকমই পুরনো একটি ছবিকে তিনি ফের প্রোফাইল পিকচারে দিয়েছেন।
যেখানে দেখা যাচ্ছে স্টেজের ওপর মাথা ঠেকিয়ে প্রণাম করছেন তিনি। যা দেখার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। তারই মাঝে নজর কেড়েছে রূপঙ্কর বাগচীর একটি কমেন্ট। তিনি ছবিতে লিখেছিলেন, ‘ভালোবাসা নিও’। আর সেই কমেন্টেই তাকে কটাক্ষে ভরিয়ে তুলেছেন অন্যান্য নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘হু ইজ অরিজিৎ সিং ম্যান?’
আবার কেউ লিখেছেন, ‘অরিজিতের আপনার ভালোবাসার প্রয়োজন নেই।’ শুধু তাই নয় একজন আবার লিখেছেন, ‘অরিজিৎকে নিয়েও হীনমন্যতায় ভুগছেন নাকি?’ এরপর এই নিয়ে মুখ খুলেছেন রূপঙ্কর বাগচী। জানিয়েছেন তিনি কোনোরকম কথা বলতে চান না এই বিষয়ে, সম্পূর্ণটাই উপেক্ষা করছেন। আসলে আগের ঘটনা মাথায় রেখে কোনো সমালোচনাতেই জড়াতে চাইছেন না সংগীতশিল্পী।