বিনোদন

বুড়ি বয়সে ফের মা হতে চলেছেন মাধুরী! ব্যাপক চর্চা সোশ্যাল মিডিয়ায়

দুই পুত্র সন্তানের পর তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত! এমনই সমালোচনা শুরু হয়েছিল দর্শকমহলে। তবে আদৌ কি তার সত্যতা রয়েছে? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। নব্বইয়ের দশকের এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের প্রসঙ্গ উঠলে তার নাম আসে প্রথমদিকেই।

আর বলিউডে যেমন জনপ্রিয়তা থাকবে তেমনি সাথে থাকে সমালোচনাও। কোনো না কোনো কারণে তারকাদের সমালোচনায় উঠে আসতে হয়। যেখানে থাকে তাদের কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন। সেরকমই একবার জল্পনা তৈরি হয়েছিল মাধুরী দীক্ষিতকে নিয়ে। কারণ, মনে করা হয়েছিল তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। বিষয়টার সূত্রপাত একটি ছবিকে ঘিরে।

পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা একটা ছবিতে দেখা যায় তার তলপেট কিছুটা স্ফীত হয়ে রয়েছে। প্রথম দেখায় সেটিকে বেবিবাম্প বলে মনে হতে পারে। তাইতো সকলে মনে করেছিলেন তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন এই অভিনেত্রী। তবে এই ঘটনার কোনো সত্যতা নেই। আসলে বয়সের কারণে তলপেটে মেদ জমে গিয়েছে অভিনেত্রীর। আর টাইট পোশাক পরার কারণে সেটাকে বেবিবাম্প বলে মনে হয়েছে।

এছাড়া অনেকে ইচ্ছাকৃতভাবে ছবিগুলোকে এডিট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। উল্লেখযোগ্য, ১৯৯৯ সালে শ্রীরাম মাধব নেনের সাথে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। যিনি কলোরাডোর ডেনেভারে কর্মরত ছিলেন কার্ডিওভাসকুলার সার্জন হিসেবে। বিয়ের চার বছর পর প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী। এরপর ২০০৫ সালে জন্ম হয় দ্বিতীয় সন্তানের।