Rubel-Sweta: বছরের প্রথম দিনেই চুপিসারে বিয়ে সারলেন রুবেল-শ্বেতা? ফাঁস হল বিয়ের ছবি

Advertisement

বছরের প্রথম দিনেই লুকিয়ে বিয়ে সারলেন রুবেল-শ্বেতা? ভাইরাল ছবি। ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) ধারাবাহিকের বিখ্যাত জুটি রুবেল-শ্বেতা (Rubel-Sweta)-কে সকলেরই চেনা। প্রথমদিকে এই জুটির প্রেমের সম্পর্ক গোপন থাকলেও বর্তমানে সবটাই খুল্লামখুল্লা। মাঝেমধ্যেই যুগলে ছবি পোস্ট করে নেটদুনিয়ায়। যা দেখে খুশি হয় ভক্তমহল। তবে সম্প্রতি বছরের প্রথম দিনে চমক দিলেন রুবেল-শ্বেতা। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের।

Advertisements

সম্প্রতি নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে রুবেল-শ্বেতা (Rubel-Sweta)-র এক যুগল ছবি। যেখানে শ্বেতার পরনে দেখা গিয়েছে লাল শাড়ি। সাথে হাতে চুড়ি, কপালে টিপ, গলায় নেকলেস এবং কানে পড়েছেন কানের দুল। তবে এই ছবির যে অংশ নেটজনতাকে চমকে দিয়েছে তা হল অভিনেত্রীর মাথায় রয়েছে সিঁদুর। সাথে অভিনেত্রীর পাশে দেখা গিয়েছে রুবেলকে। এদিন রুবেলের পরনে দেখা গিয়েছে পাঞ্জাবি।

Advertisements

আর এই ছবি দেখেই প্রশ্ন উঠতে শুরু করেছে নেটমহলে। নেটজনতা ভেবে নিয়েছেন এই জুটি চুপিসারে বিয়ে সেরেছেন। কিন্তু কবে? এই প্রশ্নই উঠেছে নেটমহলে। তবে সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই নিয়ে যখন ঘোর জল্পনা চলে তখনই সত্যিটা প্রকাশ করেন অভিনেত্রী শ্বেতা।

 

Rubel-Sweta: সুইমিংপুলের নীল জলে রোমান্সে মাতলেন রুবেল-শ্বেতা! ফাঁস হল ভিডিও

তিনি জানান, এখানে গোপন করার কিছু নেই। এই ছবিটা নববর্ষের দিন বৈঠকে তুলেছেন রুবেল-শ্বেতা (Rubel-Sweta)। নববর্ষ উপলক্ষে এদিন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই জুটি। পর্দার জুঁই হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন শ্বেতা। অন্যদিকে ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Madhu) ধারাবাহিকের নায়ক হিসেবে হাজির হয়েছিলেন রুবেল। আর এই অনুষ্ঠানে জুঁই হিসেবে উপস্থিত হওয়াতেই শ্বেতা মাথায় পড়েছিলেন সিদুর। যা দেখে ভুল বুঝেছে নেটজনতা।

তবে রুবেল-শ্বেতা (Rubel-Sweta) জুটির ভালোবাসার সম্পর্কের কথা শুনে খুবই খুশি নেটমহল। প্রসঙ্গত, “যমুনা ঢাকি” (Jamuna Dhaki) ধারাবাহিকের সূত্র ধরেই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এই জুটির মধ্যে। তবে দর্শক মহলে এখন প্রশ্ন তারা কবে বাঁধবেন গাঁটছড়া? আর সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন এই জুটির অনুরাগীমহল।

Related Articles