Rubel-Sweta: সুইমিংপুলের নীল জলে রোমান্সে মাতলেন রুবেল-শ্বেতা! ফাঁস হল ভিডিও

Rubel-Sweta: চাঁদি ফাটা গরমে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন রুবেল-শ্বেতা, ভাইরাল ঘনিষ্ঠ মুহূর্ত। বিনোদন জগতের জনপ্রিয় অন্যতম জুটি হলেন “যমুনা ঢাকি” (Jamuna Dhaki) ধারাবাহিকের রুবেল-শ্বেতা (Rubel-Shweta)। যাদের রিল লাইফের সম্পর্ক পরিণত হয়েছে বাস্তবে। মূলত “যমুনা ঢাকি” ধারাবাহিক থেকেই প্রেমের সূত্রপাত ঘটে এই জুটির মধ্যে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় যুগলে দেখা যায় এই জুটিকে। প্রথমদিকে রুবেল-শ্বেতা (Rubel-Shweta) তাঁদের সম্পর্ককে গোপন রাখলেও, বর্তমান সময়ে তাঁদের সেই সম্পর্ক পুরোটাই খোলামেলা।
সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তাঁদের যুগল মুহূর্ত সকলের সাথে ভাগ করে নেন এই জুটি। সাম্প্রতিক সেরকমই এক ঘনিষ্ঠ মুহূর্ত নেটদুনিয়া ভাইরাল হয়েছে রুবেল-শ্বেতার। যা দেখে আপ্লুত হয়েছে তাঁদের ভক্তমহল।সাম্প্রতিক নেটদুনিয়ায় এই জুটির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয়ে তীব্র গরমে আরো গা গরম হয়ে করে দিয়েছে নেটজনতার। বর্তমানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০-এর ওপর। তবে ভিডিও দেখে মনে হয় এই তীব্র গরম স্পর্শ করতে পারেনি এই জুটিকে। তাই হবু স্বামী-স্ত্রীকে দেখা গেল সুইমিংপুলের নীচে জলকেলি করতে।
সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যায় কোনো এক রিসোর্টের সুইমিংপুলে নেমেছেন রুবেল-শ্বেতা (Rubel-Shweta) জুটি। হবু স্ত্রীকে কখনো এক হাতে নিতে দেখা যাচ্ছে তো, আবার কখনো জলের মধ্যে কোলে তুলে নিতে দেখা যাচ্ছে অভিনেতাকে। এই ভিডিওতে অভিনেতা রুবেলের পরনে দেখা গেছে কমলা রঙের টিশার্ট। অন্যদিকে ফুলহাতা কালো রঙের টিশার্ট এবং পায়জামায় ধরা দিয়েছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য।
View this post on Instagram
সাথে চোখে রয়েছে সানগ্লাস।তাঁদের এই রোমাঞ্চকর মুহূর্তই সকলের সাথে ভাগ করে নিলেন অভিনেতা রুবেল (Rubel)। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তাঁরা দুজনে একসাথে থাকলেই এভাবে জাদু তৈরি হবে চিরদিন। তবে তাদের এই ভিডিও দেখে মন পুলকিত হয়ে উঠেছে নেটজনতার। সমাজ মাধ্যমে দেখা দিয়েছে প্রেমের মরশুম। ভিডিওর কমেন্ট সেকশনে নেটজনতা নানা রকম মন্তব্য করে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে। ভিডিওটি না দেখে থাকলে আপনিও চট করে দেখে নিন।