বিনোদনভাইরাল ভিডিও

Rooqma Ray: দুর্গাপুজোর আবহে লাল শাড়ি বঙ্গনারী সাজে দুর্দান্ত ঢাক বাজিয়ে তাক লাগাল ‘কিরণমালা’ রুকমা, দেখে মুগ্ধ ভক্তরা

বাংলা টেলিভিশন জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন রুকমা রায়! স্টার জলসার “দেশের মাটি” ধারাবাহিকের মাধ্যমে রাহুল-রুকমার জুটিকে বেশ পছন্দ করেছিল আপামর বাঙালি দর্শকেরা। ফের “লালকুঠি” ধারাবাহিকে মুখ্য চরিত্র অনামিকার মাধ্যমে টেলিভিশনে ব্যাক করেছেন রুকমা। পাশাপাশি ব্যাক করেছে রাহুল-রুকমা জুটি। তবে এইবার আর পূর্ববর্তী বারের মতো টিআরপি তালিকায় চমক দেখাতে পারেননি তাদের জুটি!

2014 সালে কিরণমালা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রুকমাকে। পরবর্তীতে একের পর এক ধারাবাহিকে অভিনয় এর পরে দুই হাজার কুড়ি সালে OTT প্ল্যাটফর্মেও ডেবিউ করেছিলেন অভিনেত্রী। বর্তমানে “দেশের মাটি” ধারাবাহিকে রহস্য-রোমাঞ্চ ভরা লালকুঠির রহস্য উদঘাটন করতে গিয়ে তিনি নিজেই পরিণত হয়েছেন এক রহস্যে। তবে ধারাবাহিকের টিআরপি খুব একটা হাই না গেলেও রুকমার ক্রেজ এখনও বাঙালি দর্শকদের মধ্যে বহাল রয়েছে।

ইতিমধ্যেই পড়েছে ঢাকের কাঠি! দেবীপক্ষের সূচনায় প্রত্যেকেই দুর্গাপূজাতে মাততে প্রস্তুতি নিচ্ছেন। অভিনেতা-অভিনেত্রীরা সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিজেদেরকে অভিনব লুকে শেয়ার করছেন ভক্তদের মাঝে আর সেই তালিকা থেকে বাদ গেলেন না অভিনেত্রী রুকমা রায়ও। দুর্গাপুজোর আবহে লাল রংয়ের শাড়ি পড়ে কোমরে কাপড় গুঁজে রীতিমতো ঢাক বাজিয়ে মাতলেন পুজোর আবহে।

খোলা চুলে ও ঠোঁটে লাল লিপস্টিকে এদিন অভিনেত্রী হয়ে উঠেছিলেন অনন্যা। সাথে সবুজ ব্লাউজ এবং স্টেটমেন্ট জুয়েলারিতে পাকা বঙ্গনারী সাজে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই ভিডিও ক্লিপিংসটি পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহুর্মুহু। প্রায় 12 হাজারেরও বেশি মানুষ ভিডিওটিকে পছন্দ করেছেন। সাথে অভিনেত্রীর রূপ লাবণ্যের প্রশংসায় রয়েছে হাজারো কমেন্টস!