বিনোদন
Trending

রিয়া জানত সুশান্ত অবসাদে আছে, তবুও কেন ড্রাগস দিত? বললেন অঙ্কিতা

Advertisement
Advertisement

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর মাদক যোগের অভিযোগে এনসিবি গ্রেফতার করেছে সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। আপাতত রিয়াকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বর্তমানে বাইকুলা জেলের মহিলা সেলে দিন কাটছে অভিনেত্রীর। রিয়ার গ্রেফতারির খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ‘অবসাদে আছে জেনেও ড্রাগ নিতে দিল কেন’ প্রশ্ন ছুড়লেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অভিনেত্রী অঙ্কিতা।

লাগাতার তিনদিন জেরার পর মঙ্গলবারও এনসিবি জেরা করে রিয়া চক্রবর্তীকে। একটানা জেরার মুখে পড়ে রিয়া স্বীকার করেন সে ড্রাগ নিতেন। এমনকি মাদক সেবন করতেন নিয়মিত। আর তারপরই মঙ্গলবার গ্রেফতার করা হয় রিয়াকে। সূত্রের খবর, NDPS আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তাঁর দোষ কবুল করেছেন। সেই অনুযায়ী জেল হেফাজতে রয়েছে সে। রিয়ার আইনজীবীর চেষ্টা কোনও কাজে আসেনি। জামিনের আবেদন করা হলে, তা খারিজ করে দেওয়া হয় গতকাল।

অন্যদিকে রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পরেই ইনস্টাগ্রাম প্রোফাইলে এক লম্বা পোস্ট লেখেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা। তিনি লেখেন, ‘আমি মিডিয়া বন্ধুদের বলে দিই, আমি কখনও বলিনি সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, খুন ! আমি তো শুধু সুশান্তের জন্য বিচার চেয়েছিলাম। ওর পরিবারের পাশে থেকেছি। আমি কি জানবো এটা খুন কিনা ! আমার সিবিআই ও মহারাষ্ট্র সরকারের ওপর বিশ্বাস আছে। আমি সামনে এসেছিলাম ২০১৬ পর্যন্ত সুশান্তের মানসিক স্থিতি কেমন ছিল তা বলার জন্য। সুশান্ত সবার সামনে বলেছিল ও ডিপ্রেশনে আছে। নাম প্রকাশ না করেই অঙ্কিতা বলেন, ‘অবসাদে আছে জেনেও ড্রাগ নিতে দিলে? এ কেমন ভালবাসা তোমার?’ ইতিমধ্যেই অঙ্কিতার প্রশ্ন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

I again clarify, for the reason time and again being asked by the media to me on whether I feel it’s a murder or suicide? I have never said it’s a murder or anyone in particular is responsible. I always have encouraged justice for my late friend SSR and stood by the bereaved family and truth should be brought out by the investigating agencies. Being a Maharashtrian and an Indian citizen, I have total faith in the Maharashtra State Govt/Police & Central Government instrumentalities. Though when some lingos like “Sautan” and “widow” were used for me, which is in public knowledge. I never responded to it. I only came forward to narrate about SSR and his mental health till 2016. Dear Haters! Let us assume you must have known in and out about your friend and whats going on in her life and relationship. Glad to see you wake up finally, but I wish you would have woken up sooner and advised your friend not to support any kind of drug abuse by SSR if any. When she very well knew about his mental state by publicly stating that he was in depression. Should she have allowed a depressed man to consume drugs? How is that going to help? His condition would deteriorate to a level that would make a man take the action that SSR has allegedly taken. She was the closest person to him at that time. On one hand, she says she was coordinating with all the doctors for his betterment of health on request of SSR, and on the other hand, she was coordinating drug logistics for him. Would anyone, who claims to have loved someone so deeply, allow the other person to consume drugs claiming to know his mental state and condition? Would you do that? I don’t think anyone would. So how can it not be seen as an act of carelessness and irresponsibility? As per her, she informed his family about his ongoing treatment but did she ever inform them about his drug consumption? I am sure she didn’t because maybe she, herself, enjoyed consuming it. And this is why I feel it’s Karma/Fate. Little advice for the unknown.”You guard your friend and I am standing by the family”. But let us maintain civility by not coming on to each other personally, either directly or indirectly.

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

প্রসঙ্গত,এক হোয়াটসঅ্যাপ চ্যাট থেকেই নিষিদ্ধ মাদক পাচার চক্রের হদিশ পায় ইডি। আর সেখান থেকেই পর্দা ফাঁস হয়েছে এক এক করে। মাদক চক্রে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুতের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তীকে আটক করা হয়। সৌরভ আটক হতেই জেরার মুখে দিদির সমস্ত কিত্তি ফাঁস করে দেয় ভাই। আর তারপরেই গ্রেফতার হয় রিয়া চক্রবর্তী।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles