হলুদ সরষে ক্ষেতের মাঝে প্রানবন্ত নাচ অভিনেত্রী ঋত্বিকার, মুগ্ধ ভক্তরা

খোলা পরিবেশে ‘Keti Ko’ গানের নেচে সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী ঋত্বিকা, দেখুন সেই নাচের ভিডিও। টলি পাড়ার পরিচিত মুখ ঋত্বিকা সেন (Rittika Sen)। যিনি ছোট পর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে তিনি বড় পর্দার নায়িকা। ‘বরবাদ’ (Barbad) সিনেমার মাধ্যমে নায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন ঋত্বিকা। তবে তার আগে স্টার জলসার একসময়কার জনপ্রিয় ‘বউ কথা কও’ (Bou Kotha Kou) ধারাবাহিকে অভিনয় করেছিলেন ঋত্বিকা।
তবে অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়া (Social Media)-তেও বেশ ভালই যোগাযোগ রয়েছে ঋত্বিকা (Rittika)-র। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় instagram হ্যান্ডেলে বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করেন ঋত্বিকা। শর্ট ভিডিও বানাতেও বেশ আগ্রহী দেখা যায় ঋত্বিকাকে। সাম্প্রতিক সেরকমই এক রিল ভিডিওতে দুর্দান্ত নাচ করতে দেখা গেল ঋত্বিকাকে। উন্মুক্ত পরিবেশে প্রকৃতির মাঝে ‘Keti Ko’ গানে নেচে সকলের মন জয় করলেন ঋত্বিকা। ভিডিওটিতে সাদা শাড়ির সাথে স্লিভলেস লাল রঙা ব্লাউজে দেখা গেছে ঋত্বিকাকে।
সাথে খোলা চুল, হাতে চুড়ি এবং মানানসই মেকাপে সবুজ প্রকৃতির মাঝে ধরা দিয়েছেন ঋত্বিকা (Rittika)। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ঋত্বিকার নাচের ভিডিও। ইতিমধ্যে ভিডিওটি পছন্দ করেছেন প্রায় ৭০ হাজারের কাছাকাছি মানুষ। সুন্দরী, কুইন প্রভৃতি মন্তব্য উঠে এসেছে ভিডিওর কমেন্ট বক্সে। কেউ আবার তাঁকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন। তবে অভিনেত্রী সকলকেই ধন্যবাদ জানিয়েছেন।
শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখলেও সিনেমা জগতে ‘১০০% লাভ’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন ঋত্বিকা। যে ছবিতে নায়ক-নায়িকা হিসাবে দেখা গিয়েছিল জিৎ (Jeet) এবং কোয়েল (Koyel)-কে। পরবর্তীতে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-এর সাথে ‘বরবাদ’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেন ঋত্বিকা। সোশ্যাল মিডিয়া সহ ইন্ডাস্ট্রি জগতে ভালই নাম ডাক রয়েছে তাঁর। তবে ইতিমধ্যে এই রিল ভিডিওর সূত্র ধরেই নেটজনতার মাঝে চর্চিত হচ্ছেন ঋত্বিকা সেন।