Advertisements

চুপিসারে বিয়ে করলেন ঋতাভরী চক্রবর্তী! আসল ব্যপারটা কি, নিজেই জানালেন অভিনেত্রী

Advertisements

বিয়ের রেশ যেন কাটটেই চাইছে না টলিপাড়া থেকে। শীতের মাসগুলিতে একের পর এক সানাইয়ের সুর শোনা গিয়েছিল। নীল-তৃনা, ওম-মিমি, গায়িকা ইমন এবার কার পালা!! তবে কি বাংলা বছরের শেষে কিস্তিমাৎটা করলেন ঋতাভরী চক্রবর্তী!!

ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। ছোটপর্দায় আত্মপ্রকাশ করেই নিজের অভিনয় দক্ষতা নিয়ে মন কেড়েছিল সে আর বর্তমানে বড়পর্দায় তার উপস্থিতি মানেই অভিনব কিছু উপস্থাপন। আর এই কারনেই দিনে দিনে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তিনি। কিন্তু তা বলে সেই প্রিয় ভক্তদের না জানিয়েই চুপিসারে বিয়ে সেরে ফেললেন তিনি?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ভিডিও শেয়ার করে নেটিজেনদের চমকে দিয়েছেন তিনি। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে পরনে লাল বেনারসি পড়ে বধুবেশে রয়েছেন তিনি। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক রিপোর্টার বলছেন সুদূর মুম্বাইতে গিয়ে বিয়ে সারলেন ঋতাভরী।

হ্যা অনেকেই ভেবে নিয়েছেন যে তবে চারহাত বোধহয় এক হলো। কিন্তু পাত্র কে? এখানেই নয়া চমক। এই খবরের পরই ভিডিওতে ঋতাভরী নিজে বলছেন এরকম ভুলভাল খবরে একদম বিশ্বাস করবেন না।

আসলে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে প্রায় সময়ই নানান রটনা, ভুয়ো খবর রটে। এখানেও অভিনেত্রীর বিয়ে হয়ে যাওয়া নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যা আদতে একটি গয়নাশপের ভিডিওশ্যুট ছিল। সেখানেই অভিনেত্রীকে বিয়ের কনের বেশে সাজতে হয়েছিল ও একাধিক আচার আচরন পালন করতে হয়েছিল। আর এই বিজ্ঞাপনী ভিডিওর কিছুটা অংশ কেটে নিয়ে নেট মাধ্যমে তার বিয়ে নিয়ে খবর পরিবেশিত হয়।

আর এই ঘটনার পরে নিজে ভিডিও করে অভিনেত্রী অনুরোধ করেন যাতে ভুয়ো খবর না ছড়ানো হয়। এছাড়াও এই ধরনের রটনাকে ভুয়ো হিসেবে চিহ্নিত করার জন্য 8 টি টিপস দিয়েছেন ঋতাভরী। নিজের বিয়ে সংক্রান্ত ভুয়ো খবর ও সত্যিটা তুলে ধরেছেন অভিনেত্রী।

Related Articles