বোতাম খোলা শার্টে বক্ষযুগলের উঁকি, ঋতাভরীর সেক্সি ক্লিভেজে নজর কাড়ছে আট থেকে আশির

টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ঋতাভরী চক্রবর্তী। বং ক্রাশ বলতে ঋতাভরী কে সবার আগে তাই মনে মনে পড়ে। ত্রিশের কোঠা পেরোলেও তার গ্ল্যামার যেন দিন দিন বেড়ে চলেছে। ঋতাভরীকে শেষ ব্রহ্মা জানেন গোপন কর্মটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। যেখানে নিজের অভিনয় দক্ষতা দ্বারা প্রত্যেক দর্শকের মন জিতে নিয়েছিলেন এই বঙ্গসুন্দরী।
টেলিভিশন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন ঋতাভরী দাপিয়ে বেড়াচ্ছেন বড় পর্দায়। শুধুমাত্র টলিউডের নয় বলিউডে একইভাবে নিজের পাকাবাকি জায়গা তৈরি নিয়েছেন অভিনেত্রী, মেরি পেয়ারী বিন্দু, পারি বিভিন্ন হিন্দি সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী, এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি সম্প্রতি ক্যাটরিনা কাইফের সাথে একটি এড ভিডিও শুট করেছেন নায়িকা।
ঋতাভরী নিজের সোশ্যাল মিডিয়া সাইডে সব সময় থাকেন অ্যাক্টিভ। নায়িকা মাঝেমধ্যে নিজের বেশকিছু ফটোশুটের ছবি পোস্ট করে ইনস্টাগ্রম প্রফাইল যা দেখি তারপর বাকিরা রীতিমতো প্রেমে হাবুডুবু খায় নায়িকার। ঋতাভরীর মিষ্টি হাসি যথেষ্ট তার অনুগামীদের ঘুম কেড়ে নেওয়ার জন্য। তার সাথে তার দারুন ফিগার, লাস্যময়ী নায়িকার প্রতিটি ছবি হয়ে ওঠে ভাইরাল।
সম্প্রতি ঋতাভরী একটি ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল পোস্ট করেছেন, যেখানে একেবারেই অগোছালো ক্যাজুয়াল লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। সাদা টপসের উপর ডেনিম জ্যাকেট এলোমেলো চুল, সঙ্গে সবসময়ের মতো মুখে প্রাণবন্ত হাসি। ছবিটি পোস্ট করে নায়িকা ক্যাপশন দিয়েছেন ‘oh I m a mess’, অভিনেত্রীর অন্যান্য ছবিগুলির মতনই ছবিটিও তার অনুসারীদের কাছে হয়ে উঠেছে ফেভারিট তা ছবিটির হুহু করে বেড়ে চলা লাইকের সংখ্যা দেখেই অনুমান করা যাচ্ছে।