পরিবারে আসছে ছোট্ট সদস্য, মা হতে চলেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী

বছরের শুরুতেই দর্শকদের খুশির খবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ এবং অভিনেতা গৌরব চক্রবর্তী! কারণ, খুব শীঘ্রই মা হতে চলেছেন ঋদ্ধিমা। এই খবর জানামাত্রই চক্রবর্তী পরিবারকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
সেখানে দেখা যাচ্ছে একটি সাদা পোশাক পরে রয়েছেন তিনি। আর তাকে দু’হাতে আগলে ধরে রয়েছেন তার স্বামী গৌরব। এই পোশাকের মধ্যে থেকে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বেবিবাম্প। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নতুন যাত্রা শুরু করতে চলেছি। নববর্ষের এই শুভদিনে সবাইকে জানাতে চাই আমাদের কোলে নতুন সদস্য আসতে চলেছে। সবার আশীর্বাদ জরুরী।’
বেশ কিছুদিন ধরেই আর পর্দা দেখা যাচ্ছিলো না ঋদ্ধিমাকে। শেষবার তাকে ‘সেভেন’ নামক একটি ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপর নিজেকে কাজ থেকে একপ্রকার দূরে রেখেছেন তিনি। কী কারণে তিনি বিরতি নিয়েছেন তা এবার স্পষ্ট হলো। আসলে আগত সন্তান নিয়েই ব্যস্ত রয়েছেন ঋদ্ধিমা। উল্লেখযোগ্য, দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন গৌরব-ঋদ্ধিমা।
অবশেষে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধন তারা। শোনা যায় একসাথে অভিনয় করতে গিয়েই প্রেমে পড়েছিলেন, তারপর বিয়ে এবং ছয় বছরের একটানা সংসার। বিয়ের পরে চুটিয়ে কাজ করেছেন দু’জনে। তবে এবার অভিনেত্রীর বিশ্রাম নেওয়ার পালা। অন্যদিকে অনুরাগীরা তাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি হবু ঠাকুরদা-ঠাকুমা সব্যসাচী ও মিঠু চক্রবর্তীকেও শুভেচ্ছা জানিয়েছেন।