মিঠুনের অতি প্রিয় হাম্পটি আসলে কে? ফাঁস হল ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর এই গোলুমোলু খুদের পরিচয়

Advertisement

টেলিভিশন শো-এর জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘ড্যান্স বাংলা ড্যান্স’। বাংলার বুকে বছরের পর বছর ধরে এই শোটি জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছে। আর এভাবে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে শো। বাংলার নানান প্রান্ত থেকে অনেকেই যোগ দিতে পারে এই শোএ। ছোটো থেকে বড় সকলেই এই শোএ যোগ দিতে পারেন। তাই ছোটো থেকে বছ সকলকে দেখা যায় এই রিয়েলিটি শো-এর পর্দায়।

Advertisements

বর্তমানে এই শোএ অনেক বিচারক রয়েছেন যারা শো-এর আকর্ষণীয় মুখ হয়ে উঠছেন। এক দশক পর এই শোএ ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী। আর সেই সঙ্গে টিআরপি বেড়েছে এই শোএর। আর সেই সঙ্গে হাম্পটির জন্য জনপ্রিয়তা বেড়েছে। যারা নিয়মিত এই শো দেখেন তারা হাম্পটিকে চেনেন। এর আগে এই শোএ মিষ্টি শিশু শিল্পীকে নিয়ে হাজির হয়েছিলেন মিঠুন চক্রবর্তী।

Advertisements

Humpty

এবারের সিজনে তিনি নিয়ে এসেছেন হাম্পটিকে। প্রথম দিন থেকেই মিঠুনের পাশে তাকে দেখা গিয়েছে। হাম্পটি প্রতিযোগীদের নাচ নিয়েও নানান মতামত রাখছে। সমবয়সীদের সে আবার আদর করতেও ভোলে না। আর এভাবেই সে শো-এর নজর কেড়েছে। তবে বিশেষ করে হাম্পটির নাচের ভক্ত সকলে। কয়েক পর্ব ধরে হাম্পটিকে দেখা যাচ্ছে প্রতিযোগীদের মঞ্চে নাচ করতে।

Humpty

এই শিশু শিল্পীর নাচ ও খুনসুটির ভক্ত হয়ে উঠেছেন মিঠুন চক্রবর্তী, অঙ্কুশ হাজরা থেকে সকলে। তবে হাম্পটির আসল নাম আদর্শ দাস। তার বাড়ি কলকাতাতে। এই শো-এর মাধ্যমে হাম্পটি ওরফে আদর্শ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সকলেই তার ভক্ত হয়ে উঠছে।

Related Articles