অক্ষয় কুমারের এই নোংরা কাজের জন্যে ভেঙে পড়েছিলেন রবিনা, নিজেকে ঘরবন্দী করেছিলেন অভিনেত্রী!
নব্বই দশকে একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও রবিনা ট্যান্ডন (Rabina Tandon)। দু’জনে একসঙ্গে অভিনয় করেছিলেন ‘মহড়া’ ছবিতে। বর্তমানে অক্ষয় কুমার এখনও পর্দায় দাপিয়ে বেড়ালেও সেই জায়গা থেকে সরে গিয়েছেন রবিনা। তবে একসময় বড় পর্দায় একাধিক ছবিতে অভিনয় করে আজও সকলের মাঝে জনপ্রিয় তিনি। তার জীবনে প্রথম সফল ছবি হল ‘মহড়া’।
ছবিতে জুটি হিসেবে দেখা গিয়েছে রবিনা ট্যান্ডন ও অক্ষয় কুমারকে। তাদের পর্দায় রসায়ন সকলের নজর কেড়েছিল। ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয়। এর পরের বছর অর্থাৎ ১৯৯৫ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করতে শুরু করেন রবিনা ও অক্ষয়। তাদের সম্পর্ক ধীরে ধীরে বাগদান পর্যন্ত পৌঁছোয়। রবিনা ও অক্ষয়ের সম্পর্ক নিয়ে তখন চারিদিকে গুঞ্জন। তবে সেই বাগদান আর সম্পূর্ণ হয়নি। বিচ্ছেদ হয়ে যায় তাদের।
এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি রবিনা৷ বিচ্ছেদের দুঃখ ভুলতে নিজেকে ঘরবন্দী করে রেখেছিলেন তিনি। যদিও এই অবস্থা থেকে দু’জনেই একসময় বেরিয়ে আসেন তবে শেষটা সুখকর ছিল না। তবে এখনও কোনো অনুষ্ঠানে তাদের দেখা হলে হাসি মুখে সাক্ষাৎ বিনিময় করেন তারা। রবিনা এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানান, সেইসময় অক্ষয় অন্য একজনের সঙ্গে ডেট করছিলেন এবং রবিনাও তাই।
তাই একে অপরের উপর কোনো অভিযোগ ছিল না। তবে বাগদান পর্ব ভেঙে যাওয়াতে রবিনা কেনো এতটা আঘাত পেয়েছিলেন তা তিনি আজও জানেন না। এরপর ২০০১ সালে রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্নার সঙ্গে বিয়ে হয় অক্ষয়ের। বর্তমানে তাদের দুই সন্তান আরব ও নিতারা। অপরদিকে রবিনা ট্যান্ডন ২০০৪ সালে অনিল থাদানির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে দুই সন্তান রনবীর ও রাশা। এছাড়া পুজা ও ছায়াকে একসময় দত্তক নিয়েছিলেন অভিনেত্রী।