Ranu Mondal: পুজোর মরশুমে ফাস্ট ক্লাস সাজে সেজে উঠলেন রানু মণ্ডল, সামনে এলো এমন ভিডিও
পুজোর আগে রানু মন্ডলকে অন্যদের মতোই সেজে উঠতে দেখে দর্শকদের বেশ ভালো লেগেছে
নাহ্ স্টার তাকে আর বলা যায় না.. তীব্র গতিতে যেমন তার উত্থান হয়েছিল তেমনি ভিড়ের মাঝে ছিটকে গেছেন তিনি। নাম যশ খ্যাতি কোনটাই আর নেই তবে যেটা আছে সেটা ভীড় করা ইউটিউবারদের ঢল। বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ার এককালীন সেলেব্রিটি রানু মন্ডলের কথা।
অতীন্দ্র চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটি রানু মন্ডল এর উত্থানের পেছনে ছিল তারই অবদান। এরপরে বলিউডের রানুর গান গাওয়ার সাক্ষী থেকেছেন সকলে। যদিও সেই জনপ্রিয়তা বেশিদিন চিরস্থায়ী হয়নি তাকে ফিরতে হয়েছে রানাঘাটের ভাঙাচোরা বাড়িতেই। তবে সেই নিয়ে বিশেষ আফশোস করেননা রানুদি। নিজের মনেই কখনো গুনগুন করে গান করেন কখনো ইউটিউবারদের সাথে আড্ডা দেন। এই যেমন এবার সব দুঃখ ভুলে পুজোর আনন্দে মেতে উঠলেন তিনি। হ্যা পুজোর আগেই একেবারে পুজোর জন্য রেডি হয়ে উঠলেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুজোর আগে তার বাড়িতে হাজির হয়েছেন কিছু ইউটিউবার। যারা তার জন্য নতুন শাড়ি নিয়ে গেছেন। তবে এখানেই শেষ নয়, একেবারে শাড়ি পরিয়ে রানুকে সুন্দর করে সাজিয়েও তুলেছেন তারা। মেকআপের সমস্ত জিনিস দিয়ে রানু মন্ডলকে পুজোর আগে নয়া লুক দিয়েছেন। কেউ হয়তো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নয় কিন্তু তারপরেও রানু মন্ডলের শখ ইচ্ছার কথা ভেবে তারা যে উদ্যোগ নিয়েছিলেন সেটাই প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
যদিও রানু মন্ডল তো রানু মন্ডলই! তাই জামা শাড়ী দেওয়ার সাথে সাথেই রানুদি যাচাই করে নেন সেগুলি নতুন কিনা। তবে যাইহোক পুজোর আগে রানু মন্ডলকে অন্যদের মতোই সেজে উঠতে দেখে দর্শকদের বেশ ভালোলেগেছে। সবাই পুজোতে মেতে উঠুক এমনটাই তো কাম্য।