Advertisements

সিনেমায় চান্স পেতে গেলে কি কি করতে হয়, গোপন তথ্য ফাঁস করলেন রানী মুখার্জি

Advertisements

বর্তমানে প্রজন্মের ল্যাম লাইটের প্রতি আলাদা রকমের ঝোঁক। সকলেই হিরো হিরোইন হতে চান। আর সেই কারণেই পর্দার ওপারে কাজ করার আগ্রহ নিয়ে প্রচুর ছেলেমেয়ে পাড়ি দেয় স্বপ্ন নগরীতে, কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ। তবে এবার সিনেমায় সুযোগ পেতে গেলে কি কি করতে হয় তা জানালেন অভিনেত্রী রানী মুখার্জী।

পর্দার এপার থেকে আমরা যখন অভিনেতা-অভিনেত্রীদের দেখি তখন মনে হয় তাদের জীবনটা যেন খুব সহজ। সুন্দর পোশাক পরে দেশ বিদেশের সুন্দর জায়গায় শুটিং করে বেড়াতে পারেন তারা। তবে অভিনেত্রী রানী মুখার্জী জানালেন অভিনয় এতটা সহজ নয় যতটা বাইরে থেকে দেখতে লাগে। আসলে পর্দার ওপারের জীবন বাস্তবে থেকে পুরোপুরি আলাদা। কখনো প্রচন্ড গরম আবার কখনো প্রচন্ড ঠান্ডায় যে কোন তাপমাত্রায় বা পরিবেশে একজন অভিনেতা কে অভিনয় করতে গেলে অনেকটাই দক্ষতার প্রয়োজন।

নবাগত অভিনেত্রীদের উদ্দেশ্যে রানী বলেন, ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে মাথায় রাখতে হবে যে তোমার থেকে দর্শকরা অনেক প্রত্যাশা রাখে। আর সেই কারণেই এই পেশায় আসতে গেলে শুধুমাত্র গ্ল্যামারের প্রতি টান থাকলে হবে না বরং থাকতে হবে অভিনয়ের প্রতি প্যাশান, তাহলেই অভিনয় জগতে সাফল্য পাওয়া যাবে।

রানী একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি যশরাজ ফিল্মসের একমাত্র বউ, আদিত্য চোপড়ার স্ত্রী। অভিনেত্রী নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন বাংলা সিনেমা ‘বিয়ের ফুল’ দিয়ে। এরপর বলিউডের জনপ্রিয় সিনেমা কুচ কুচ হোতা হে’ তে অভিনয় করে বলিউডে পাকাপাকি ঠিকানা করে নেন অভিনেত্রী।

২০১৪ সালে যশরাজ চোপড়ার পুত্র আদিত্য চোপড়াকে বিয়ে করেন অভিনেত্রী, এরপর খুব কমই পর্দায় এসেছেন তিনি। শেষ বারের মতন মর্দানি সিনেমাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি নিজের অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন অভিনেত্রী রানী মুখার্জী, আর সেই উপলক্ষে নবাগতাদের জন্য এই বার্তা দিলেন নায়িকা।

Related Articles