বিনোদনভাইরাল ভিডিও

রণবীর নাকি আলিয়া, কার মত দেখতে হয়েছে ছোট্ট রাহাকে? জানালেন রণবীর

গতবছর এপ্রিল মাসে খুব সাধারণভাবে নিজের আত্মীয় ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে নিজেদের বাসভবনে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) ও অভিনেত্রী আলিয়া ভাট (Alia Bhatt)। বিয়ের কিছু মাস পরেই তারা সুখবর দেন তাদের পরিবারে আসতে চলেছে নতুন সন্তান। আর এরপর গত নভেম্বর মাসে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। গর্ভে সন্তান থাকাকালীন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রোমোশন সারেন আলিয়া।

দেখতে দেখতে মেয়ের বয়স হয়েছে তিন মাস। যদিও এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারা। জানা গিয়েছে, তাদের মেয়ের নাম রাহা। বাবা রনবীর ও মা আলিয়া জানিয়েছেন মেয়ের বয়স ৩ বছর না হওয়া পর্যন্ত তারা সন্তানের মুখ প্রকাশ্যে আনবেন না। তবে বর্তমানে মেয়েকে নিয়ে গোটা পৃথিবী আলিয়া ও রনবীরের। সম্প্রতি রনবীর তার নতুন ছবি ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির প্রমোশনে ব্যস্ত।

আর ছবির প্রোমোশন করতে তাকে এদিক সেদিক যেতে হচ্ছে। সম্প্রতি তিনি এসেছিলেন ‘কপিল শর্মা শো-তে। এখানে এসে মেয়ে কেমন দেখতে সেই আভাস দিলেন তিনি। কপিল শর্মার একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে মেয়ের মুখমন্ডলের কথা বললেন তিনি। কপিল শর্মা (Kapil Sharma) প্রশ্ন করেন, “আশেপাশে এমন কেউ আছে যে জানতে চায় রাহাকে কেমন দেখতে?”

এই প্রশ্নের উত্তরে রনবীর বলেন, মাঝেমধ্যে চিন্তায় পড়ে যাই। বুঝতে পারি না রাহাকে কার মতন দেখতে। আলিয়ার মতন দেখতে নাকি আমার মতন দেখতে। তবে আমার মনে হয় রাহাকে আমাদের দু’জনের মত দেখতে। আলিয়া ও রনবীর আপাতত মেয়েকে প্রকাশ্যে আনতে চান না। তবে সে যে খুব সুন্দরী হবে তা বলার অপেক্ষা রাখে না।