বিনোদন

বাথরুমে ঢুকে এই কাজ করেন আলিয়া! সিক্রেট ফাঁস করলেন রণবীর কাপুর

সম্প্রতি এবার স্ত্রী আলিয়া ভাটের একটি বিশেষ অভ্যাসের কথা তুলে ধরলেন অভিনেতা রনবীর কাপুর! যেটি সাধারণত বাথরুম থেকে বেরিয়ে করে থাকেন আলিয়া। বলিউড ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল আলিয়া এবং রনবীরকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। একজন কাপুর পরিবারের জনপ্রিয় অভিনেতা, আরেকজন পরিচালক মহেশ ভাটের কন্যা।

দু’জনে নিজের নিজের কেরিয়ারে সফলতা লাভ করেছেন। বেশ কয়েক বছর ধরে সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। যদিও কখনোই প্রকাশ্যে সেকথা স্বীকার করেননি এই জুটি। তবে হঠাৎ করেই বিবাহের সিদ্ধান্ত নেন আলিয়া এবং রনবীর। তার ঠিক কয়েক মাসের মধ্যেই তাদের পরিবারে আগমন ঘটে নতুন সদস্য রাহার। ছোট্ট মেয়েকে নিয়েই আগামী সিনেমার জন্য আউটডোর শ্যুটিংয়ে বেরিয়ে পড়েছেন আলিয়া।

অন্যদিকে রনবীরও নিজের সিনেমার প্রমোশনে হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেখানেই স্ত্রীয়ের ‘বাথরুম সিক্রেট’ ফাঁস করেছেন তিনি। জানিয়েছেন আলিয়া অগোছালো স্বভাবের। বাথরুম থেকে বেরোনোর পর দেখা যায় তোয়ালে একদিকে রয়েছে, অন্য জিনিসও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে রনবীরের ‘অবসেসিভ কমপালশিভ ডিসঅর্ডার’ রয়েছে।

যার ফলে তিনি সঠিক স্থানে জিনিস রাখা পছন্দ করেন। আলিয়ার স্বভাব মোটেই পছন্দ করেন না তিনি। তবে তাকে মানিয়ে নিতে হচ্ছে। অন্যদিকে রনবীরের কাছে আলিয়া ভালো স্ত্রী এবং ভালো মা। তিনি চান আলিয়ার রূপ যেন থাকে রাহার মধ্যে। কিন্তু মেয়ের স্বভাব তিনি নিজের মতোন করতে চান। কারণ, আলিয়া ভীষণই চঞ্চল স্বভাবের, তাই রাহা যদি মায়ের মতোন হয় তাহলে দু’জনকে সামলানো কঠিন হবে অভিনেতার জন্য।