গোপন জায়গার ট্যাটু দেখালেন রাখি সাওয়ান্ত, ছোট পোশাক তুলে করলেন এই কাজ

বলি পাড়ায় জনপ্রিয় চর্চিত মুখ হলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তিনি বিতর্কের মধ্যে থাকতেই ভালোবাসেন। রাখী সাওয়ান্ত হলেন বলিউডের একজন জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী। নিজের দক্ষতার মধ্যে দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। তাকে বিশেষত সকলে ‘ড্রামা কুইন’ বলেই ডাকেন। কারণ তার নাটকের জুড়ি মেলা ভার। আর সেই কারণে মাঝেমধ্যে চর্চায় থাকেন রাখী।
বয়স বাড়লেও রাখীর সাজ পোশাক দেখে বিস্মিত হতে হয়৷ সম্প্রতি তিনি ‘ট্যাটু’ দেখিয়ে খবরের শিরোনামে এসেছেন। আর তার এই কান্ড দেখে চারিদিকে কটাক্ষ শুরু হয়েছে। রাখীর এই কান্ড দেখে রেগে আগুন নেট দুনিয়ার একাংশ। মাঝেমধ্যে নানান কান্ড ঘটিয়ে চর্চায় থাকেন তিনি। কিন্তু সম্প্রতি রাখী কি এমন করেছেন!
সোমবার সকালে কালো রঙের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট পরে মুম্বাইয়ের রাস্তায় দেখা মিলল তার। সেখানে পাপারাজ্জিদের মুখোমুখি হলেন রাখী৷ পাপারাজ্জিদের সামনে তার নানান ঢং করতে দেখা যায়। তিনি বলে বসেন, তিনি ইচ্ছেধারী নাগিন। তার চুলই তার অস্ত্র। এরপরই হঠাৎ প্যান্ট নামিয়ে, টি-শার্ট উঁচু করে কোমরের খাঁজে পিস্তলের ট্যাটু বের করে দেখান তিনি।
এরপর তাকে বলতে শোনা যায়, উরফির ওখানে বন্দুক, আমার এখানে। কিছুদিন আগে উরফিকে দেখা গিয়েছিল স্তনের উপর পিস্তলের স্টিকার লাগিয়ে প্রকাশ্যে আসতে। এবার রাখীকেও দেখা গেলো। এর পাশাপাশি রাখী ফায়ার করার কায়দায় কোমর নাচিয়ে মুখ থেকে আওয়াজ বের করেন। রাখীর এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। নানান মানুষ নানান মন্তব্য করেছেন রাখীকে নিয়ে। যা নেট দুনিয়ায় হয়ে গিয়েছে ভাইরাল।