‘কি ভোটকিরে বাবা!’ মনোকিনীতে ছবি পোস্ট করতেই তীব্র বডি শেমিংয়ের শিকার শুভশ্রী
সম্প্রতি এবার মনোকিনি পরে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলিংয়ের শিকার হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা।
তবে কাজের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণই সক্রিয় এই অভিনেত্রী। যেখানে নিত্যদিন ভাগ করে নেন নিজের নানান ছবি থেকে শুরু করে ভিডিও। সম্প্রতি এক বান্ধবীর জন্মদিন উপলক্ষ্যে দু’জনের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে সেই ছবি দেখার পর থেকেই কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।
ছবিতে দেখা যাচ্ছে মনোকিনি পরে সাদা বালির উপরে বসে রয়েছেন তিনি এবং তার পাশে রয়েছেন সেই বান্ধবী। ক্যাপশনে লিখেছেন, ‘মোটেই বুড়ি হচ্ছো না তুমি বরং আরো উপরে উঠছো। তোমার জন্মদিন হট এবং হ্যাপেনিং হোক। অনেক ভালোবাসা তোমায়। পার্টি চাই।’ উত্তরে সেই বান্ধবী লিখেছেন, ‘পার্টি পার্টি। একসঙ্গে আমরা আরো সেক্সি ও হট হবো। তোমায় ধন্যবাদ।’
যা দেখার পর নানান কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ যেমন বলেছেন, ‘সত্যি বলছি বুড়ি লাগছে।’ আর একজন লিখেছেন ‘প্রথম ছবিটা দেখেই বোঝা যাচ্ছে তোমরাকেউ বিকিনিতে কমফোর্টেবল নও। তাও কেন যে পরো এসব!’ এক কথায় বলতে গেলে এই ছবি পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন তিনি।