আফ্রিকার জঙ্গলে মাসাই উপজাতির কবলে পড়লেন রাজ-শুভশ্রী, তারপর যা হল…

Advertisement

আফ্রিকা পশু রাজা সিংহের দেশ। আর পৃথিবীর সব থেকে বড় ওয়াইল্ড লাইফ মাইগ্রেশন হয় এখানের কেনিয়ার মাসাইমারা জঙ্গলে। পাহাড় সমুদ্র সৌন্দর্যের পাশাপাশি এমন জায়গায় সাফারি করতে কার না মন চাই! কিন্তু মন চাইলেই তো হয়না কখনো বাঁধ সাধে সময়। এই যেমনটা হয়েছে রাজ-শুভশ্রী সঙ্গে। অগত‍্যা উপায় পুরনো স্মৃতি রোমন্থন করা।

Advertisements

সারা বছরই প্রায় ছবির কাজে ব্যস্ত পরিণীতা। অপরদিকে নিজের কাজে ব্যস্ত রাজ চক্রবর্তীও‌।
তাই সম্প্রতি ব্যস্ততার মাঝেই পুরনো দিনে ফিরলেন তারা। সাধারণত সময় পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন এই জুটি। কিন্তু এই মুহুর্তে তা সম্ভব না হওয়ায় ফিরে দেখলেন তাদের বেস্ট ট্রিপের মোমেন্ট যা শেয়ার করে নিলেন অনুরাগীদের সঙ্গেও।

Advertisements

শেয়ার করে নেওয়া তাদের ভিডিওতে দেখা যাচ্ছে মাসাইমারার জঙ্গলে হেঁটে যাচ্ছেন শুভশ্রী, সামনেই উৎসবে মেতে রয়েছেন মাসাই উপজাতির পুরুষ ও রমণীরা। সেখানেই লাফ দেওয়ার মধ্যে একটি অদ্ভুত নৃত্য পরিবেশন করছেন একজন। আর সেই দেখে নিজেকে আটকে রাখতে পারেননি রাজও। শেষে তাদের তালে যোগ দেন তিনিও। আর এই ভিডিওটি শেয়ার করে নিয়েই রাজ লেখেন “মাসাইমারা কলিং।”

আবার যে এমন সৌন্দর্য উপভোগ করতে চাইছেন তা ভিডিও থেকেই স্পষ্ট। তবে কি ফের সেখানে যাওয়ার প্ল্যান করছেন তারা! অন্তত ভিডিওর ক্যাপশন দেখেই বোঝা যাচ্ছে তার ইচ্ছা প্রবল। অপরদিকে ব্যস্ত সিডিউলের পর একটু কাজের থেকে বিরতি পেয়েছে রাজ। তাই আবার ব‍্যাগ প‍্যাক করে যে বেরিয়েই যেতে পারেন এই দুই তারকা জুটি তা আশা করাই যায়।

Related Articles