এক ফ্রেমে বন্দি শুভশ্রীর দুই সন্তান, আদুরে ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী

টলিউডের হিট জুটি রাজশ্রী। দম্পতির প্রতিটা সময় এখন তাদের ছোট্ট সিম্বাকে কেন্দ্র করে। ১১ সেপ্টেম্বরের তাদের ছোট্ট রাজপুত্র তাদের জীবনে এসেছে, এবং তারপর থেকেই তাকে নিয়েই মেতে আছেন রাজশ্রী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সন্তানের সাথে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। ভূমিষ্ট হওয়ার পরের মুহুত্বেই রীতিমত সেলিব্রেটি হয়ে উঠেছে রাজশ্রীর ইউভান।
২০১৮ সালে অনেক চড়াই-উতরাইয়ের পর সম্পর্কের পরিণতি পেয়েছিল এই জুটির। প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত লাইম লাইটের ভেতরেই থাকেন রাজশ্রী। তবে ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের রাজপুত্র জন্ম হওয়ার পর থেকে যেন সমস্ত আলোর রোশনাই গিয়ে পড়েছে ছোট্ট ইউভানের ওপর। এখন তাদের ভরা সুখের সংসার।
বললে খুব একটা ভুল হবেনা ইউভান এখন টলিপাড়ার অন্যতম খুদে সেলিব্রেটি। জন্মের পর থেকেই রাজশ্রী পুত্র রাজ করে বেড়াচ্ছে সোশ্যাল মাধ্যমে। এই ছোট্ট বয়স থেকেই সে হয়ে উঠেছে ইন্টারনেট সেন্সেশন। তার জনপ্রিয়তা এতটাই বেশি যে তাকে বলিউডের অন্যতম সেরা জুটি সাইফিনার পুত্র তৈমুরের সাথে তুলনা করা হয়। ইউভানের জন্মের কিছুক্ষণের মধ্যেই তার নামে খুলে গিয়েছিল বেশ কয়েকটি ফান পেজ। রাজ এবং শুভশ্রীও ইউভানের জন্মের পর থেকে তাকে জনসমক্ষে চোখ থেকে লুকিয়ে রাখতে চাননি বরং নিজেদের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন ছেলের প্রতিটি মুহূর্তকে।
কিছুদিন আগেই ধুমধাম করে মুখে ভাত হয়েছে ইউভানের, হলুদ রঙের ডিজাইনার পাঞ্জাবি পরে দাদুর কোলে বসে লক্ষী ছেলের মতো ভাত খেয়েছে ইয়াভান। কখনো আবার বাবার কাধে চেপে খুদে মেতেছে নাচে, সেইসব ভিডিও ইতোমধ্যে নেটমধ্যমে হয়েছে ভাইরাল।
দেখতে দেখতে ইউভান এখন সাত মাসের বিগ বয়। এরমধ্যেই বেশ দুষ্টুমি শিখে গেছে খুদে। মাম্মা শুভশ্রী ছেলের সেইসব মুহুর্ত গুলিকে ক্যামেরাবন্দি করতে পারদর্শী, সম্প্রতি ইউভানের তেমনই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেত্রী, তবে এই ভিডিওটিতে ইউভান একা নয় তার সাথে রয়েছে রাজ শুভশ্রীর আরো এক সন্তান, তাদের চারপেয়ে পোষ্য কুকুর গ্যালেটো, আর তার সাথেই খেলতে ব্যস্ত ইউভান। শুভশ্রী ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, মাই হ্যাপিনেস। মিষ্টি ভিডিওটি মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে হয়েছে ভাইরাল।