শুভশ্রীকে ছেড়ে প্রকাশ্যে শ্যালিকা দেবশ্রীকে গভীর চুম্বন রাজ চক্রবর্তীর! তুমুল চর্চা নেটপাড়ায়

স্ত্রী’কে ছেড়ে শ্যালিকাকে চুম্নন করলেন জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী! কি অবাক হলেন তো? ভাবছেন হঠাৎ করে শুভশ্রীকে ছেড়ে দেবশ্রীকে চুম্বন করতে গেলেন কেন তিনি? আসুন তাহলে সম্পূর্ণ বিষয়টি খোলসা করেই বলা যাক। আসলে ১১ই মে বৃহস্পতিবার ছিল ‘রাজশ্রী’ জুটির বিবাহবার্ষিকী। সেই উপলক্ষ্যে একটি ছবি পোস্ট করেছেন দেবশ্রী।
যেখানে দেখা যাচ্ছে তাকে জড়িয়ে ধরে দুই গালে চুম্বন করছেন রাজ এবং শুভশ্রী। পাশাপাশি ক্যাপশনে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আসলে দিদি দেবশ্রীর সাথে রাজ ও শুভশ্রীর সম্পর্ক কতখানি গভীর তা আমরা সকলেই জানি। বিভিন্ন সময়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের।
সেরকমই বিবাহবার্ষিকীর ঠিক আগের দিন রাতে তারা সকলে মিলে গিয়েছিলেন ডিনার করতে। যে ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। এরপরের দিন অর্থাৎ ১১ই মে ওই ছবিটি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দেবশ্রী। এই বিশেষ দিন উপলক্ষ্যে বোনকে উপহারে ভরিয়ে দিয়েছেন দিদি দেবশ্রী।
এছাড়াও জানা গিয়েছে আগামী শনিবার বর্ধমান থেকে তাদের বাবা-মা আসবেন কলকাতায়। তারপর সকলে মিলে প্রচুর আড্ডা দেবেন। উল্লেখযোগ্য, ২০১৮ সালের ১১ই মে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ ও শুভশ্রী। এরপর ২০২০ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় ইউভান। বর্তমানে চুটিয়ে সংসার করছেন তারা।