Raima Sen: দুধসাদা বিছানায় শুয়ে সঙ্গীর সঙ্গে মস্তি! বেডরুম থেকে এমন ছবি ফাঁস হল অভিনেত্রী রাইমার

Raima Sen: সঙ্গীকে সাথে নিয়ে বেডরুম থেকে ছবি শেয়ার করলেন রাইমা, উত্তাপ নেটদুনিয়ায়। টলিপাড়ার অন্যতম নায়িকা রাইমা সেন (Raima Sen)। অন্যদিকে তিনি মহানায়িকা সুচিত্রা সেন (Suchitra Sen)-এর নাতনি এবং মুনমুন সেন (Munmun Sen)-এর মেয়ে হিসেবেও পরিচিত। তবে অভিনয় জগতে তিনি এসেছেন তাঁর নিজের দক্ষতায়। একের পর এক ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের আকৃষ্ট করে চলেছেন।
প্রসঙ্গত, হিন্দি ছবির মাধ্যমে গ্ল্যামার জগতে পা রাখেন টলি নায়িকা রাইমা (Raima)। এরপরে তিনি নিজেকে জনপ্রিয় করে তোলেন ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত বাংলা ছবি ‘চোখের বালি’ (Chokher Bali)-র মাধ্যমে। তারপরে ‘দ্য বং কানেকশন’ (The Bong Connection), ‘নিশিযাপন’ (Nishijapon) প্রভৃতি একাধিক ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)।পেশা জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভালোই যোগাযোগ রয়েছে রাইমার।
Raima Sen: শার্টের বোতাম খুলে হটনেসের ডবল ডোজ দিলেন রাইমা, বোল্ড ছবি দেখেই পাগল ভক্তরা
ফ্যাশন স্টেটমেন্ট এবং ফিটনেস-এর জন্য প্রায় সোশ্যাল মিডিয়ার শিরোনামে উঠে আসেন টলি কন্যা রাইমা। বয়স ৪০ পেরলেও তাঁর মন এবং শারীরিক ফিটনেসের জৌলুস একটুও কমেনি। যা মাঝেমধ্যেই ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতায়।সম্প্রতি সোশ্যাল মিডিয়ার instagram হ্যান্ডেলে পোস্ট হয়েছে টলি অভিনেত্রী রাইমার একটি ছবি। যা বেডরুম থেকে পোস্ট করা হয়েছে। ছবিটিতে সঙ্গীকে সাথে নিয়ে বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে রাইমা (Raima)-কে। সাদা রঙের চাদর পাতা রয়েছে বিছানায়।
View this post on Instagram
সেই একই দুধ সাদা রংয়ের পোশাক পরে নিজেকে বিছানার সাথে মিলিয়ে দিয়েছেন রাইমা।ছবিটিতে দেখা গিয়েছে, বিছানায় বালিশের ওপর শুয়ে রয়েছেন রাইমা (Raima)। তার পরনে রয়েছে দুধ সাদা রঙের আধখোলা শার্ট এবং ডেনিম জিন্স। আর তাঁর পাশে থাকতে দেখা গিয়েছে তার সারমেয়কে। ন্যুড মেকআপ, খোলা চুলে মোহময়ী অবতারে ধরা দিয়েছেন রাইমা (Raima)। যা দেখে ঘুমে ব্যাঘাত ঘটেছে নেটজনতার। ৪০ ডিগ্রি তাপমাত্রাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে অভিনেত্রীর এই ঝলক। যে তাপমাত্রায় পুড়ছে নেটজনতার হৃদয়।