গুরুতর আহত হলেন রচনা ব্যানার্জী! এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

টেলিভিশনের পর্দায় যে অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হয় সেখানে বিশেষ দিনগুলির উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস, দোল থেকে মাতৃ দিবস সবই পালন করা হয়ে থাকে। এবার জি বাংলার পর্দায় ‘দিদি নং ওয়ান’-এ পালিত হবে মাতৃ দিবস। আর সেই কারণে সেজে উঠেছে গোটা ঘর। আগামী রবিবার মাতৃ দিবস উপলক্ষে স্পেশাল ‘সানডে ধামাকা’ এপিসোডের আয়োজন করা হয়েছে।

Advertisements

এবার তাই দিনটিকে পালন করতে মঞ্চে হাজির হচ্ছেন মা ও ছেলে। মা ও ছেলেদের সম্পর্ক নিয়ে এবারের মাতৃ দিবসের এপিসোড হতে চলেছে। আর সেই উপলক্ষে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিও ঘিরে রয়েছে চমক। তবে কি রয়েছে সেই প্রোমো ভিডিওতে যা দেখে চমকে উঠলেন সকলে। সম্প্রতি জি বাংলা তার সোশ্যাল হ্যান্ডেল থেকে মাতৃ দিবসের একটি প্রোমো ভিডিও পোস্ট করেছে।

Advertisements

তাতে বাংলা ধারাবাহিকের তরুণদের মুখ দেখা গিয়েছে। সঙ্গে মা রয়েছেন। ‘মুকুট’ ধারাবাহিকের অভিনেতা রায়ান ও তার মা’কে দেখা গিয়েছে। রায়ানের মা জানান তারও অভিনয়ের স্বপ্ন ছিল কিন্তু তা পূরণ হয়নি। আর তাই নিজের স্বপ্ন ছেলেকে পূরণ করতে দেখে খুশি লাগে তার। আর সেইসময় রচনা জানান, তিনি পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন।

সেইসময় রচনাকে যত্ন করেছে তার একমাত্র ছেলে। সকলের সামনে রচনা এটি সগর্বে জানান। আর তা শুনে সকলেই খুশি হন। রচনার বাস্তব জীবনে একমাত্র ছেলে তার সঙ্গী। তাকে নিয়ে বাঁচেন অভিনেত্রী। এভাবেই শো-এর মঞ্চ মা ও ছেলেদের সঙ্গে গল্পে, আড্ডায় জমে ওঠে মাতৃ দিবসের এপিসোড। আর সেই প্রোমো ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।

Related Articles