সবুজই তাঁর জীবনে সৌভাগ্য এনেছে, ‘Secret’ ফাঁস ‘Didi No1’-এর রচনা ব্যানার্জির

অভিনেত্রী রচনা ব্যানার্জি আর সঞ্চালিকা রচনা ব্যান্যার্জীর মধ্যে তফাৎটা কোথায়!! সঞ্চালিকা রচনা ব্যানার্জি যেন আরো বেশি ঘরের মেয়ে হয়ে উঠেছে। বাঙালির অতি পরিচিত মুখ এই অভিনেত্রী রচনা বহু বাংলা সিনেমার সুপার হিট নায়িকা ছিলেন তবে ইদানিংকালে রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সৌজন্যে প্রতিটি বাঙালির মনের অন্তরে স্থায়ী আসন করে নিয়েছেন তিনি।
রচনা ব্যানার্জি কেবল বাংলা নয় ওড়িশা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও দক্ষিণ ভারতের বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন। বাংলা সিনেমাতে কেবল 35টি ছবিই করেছেন প্রসেনজিৎ এর সঙ্গে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে প্রচুর ছবি, আওয়ার্ড আর মানুষের ভালোবাসা।
এখন সেভাবে সিনেমায় তাকে দেখা না গেলেও মানুষের মন জয় করে নিয়েছেন দিদি নং ওয়ানের সঞ্চালনা দিয়েই। তার উপস্থিতি, পরিচালনা, মাধুর্যর জন্য সকলের প্রিয় হয়ে উঠেছেন তিনি। আর এতো মানুষের ভালোবাসা সম্মান এর জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন তিনি। সবুজের রঙ গায়ে নিয়ে প্রকৃতির কোলে নিজেকে ভাগ্যবতী বলেই ইঙ্গিত দিলেন।
না কোনো রাজনৈতিক রঙের কথা নয় সম্প্রতি ইনস্টাগ্রাম হ্যান্ডেলের তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে একটি সবুজ পেস্তা রঙের সালোয়ার পড়ে সবুজের মাঝে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে দেখা যাচ্ছে তাকে। কানের দুল হালকা মেকআপ আর মুখে মিষ্টি আর এতটুকুতেই সোশ্যাল মিডিয়ায় মাত করলেন রচনা ব্যানার্জি। চল্লিশ পেরিয়ে গিয়েও তিনি আজও সমান সুন্দরী তন্বী। আর সেই ছবিতেই তিনি ক্যাপশন লিখেছেন এটি তার লাকি কালার।