বিনোদন

শ্রাবন্তী নয় শুভশ্রীও বাদ, এক ছেলের মা এই নায়িকাই হয়েছিলেন সুপারস্টার দেবের প্রথম ছবির অভিনেত্রী

দীর্ঘ ১৭ বছর আগে টলি পাড়ায় অনেক স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন এক তরুণ। বর্তমানে তার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। অভিনেতার পাশাপাশি তিনি হয়ে উঠেছেন একজন সাংসদ। জনপ্রিয়তা তার গগনচুম্বী। একের পর এক ছবিতে তার অভিনয় ও নিজেকে নানান চরিত্রে ফেলে চরিত্রের স্বাদ বদল করতে তিনি এখন ওস্তাদ। তিনিই হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব (Dev)।

টলিউডে প্রবেশের পরের সময়টি খুব একটা সুখকর ছিল না। কারণ তার প্রথম ছবি ফ্লপ হয়। এরপর দ্বিতীয় ছবি ‘আই লাভ ইউ’-এর মধ্যে দিয়ে জনপ্রিয় হয়ে ওঠেন দেব। এই ছবিটি এতটাই জনপ্রিয় হয় যে অন্য ভাষাতেও ছবিটি তৈরি করা হয়। ধীরে ধীরে দেবের কেরিয়ার গ্রাফ উপরের দিকে উঠতে থাকে। বর্তমানে একের পর এক ছবি করে টলিউড স্টার তিনি। বর্তমান প্রজন্মে তার জনপ্রিয়তা সবথেকে বেশি।

তবে কেরিয়ার জীবনে অভিনয় করতে গিয়ে একাধিক অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে সবথেকে জনপ্রিয় জুটি ছিল শুভশ্রী ও দেব এবং রুক্মিণী ও দেব। কিন্তু এরা কেউই অভিনেতার প্রথম ছবির অভিনেত্রী ছিলেন না। প্রথম দেব যার সঙ্গে অভিনয় করেন তিনি এক ছেলের মা। শুনে অবাক হলেও এটি সত্যি। ২০০৬ সালে মুক্তি পায় দেবের প্রথম ছবি ‘অগ্নিশপথ’।

এই ছবিতে দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। ছবিটি ফ্লপ হলেও তারা একসঙ্গে অভিনয় করেছিলেন। সম্প্রতি এই ছবির একটি দৃশ্য ভাইরাল হয়েছে অভিনেতার ফ্যান পেজ থেকে। সেখানে দেখা গিয়েছে রচনার পরনে রয়েছে মাথায় জড়ানো ব্যান্ড, জিন্স ও টপ এবং দেবের পরনে রয়েছে লাল জামা ও প্যান্ট। দেবকে দেখা গিয়েছে রচনার কোমর জড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন।