‘Didi No1’-এর প্রতিযোগী হতে চান? আবেদনের সহজ উপায় বলে দিলেন স্বয়ং রচনা ব্যানার্জী
টেলিভিশনের পর্দায় অন্যান্য গেম শো-এর মত ‘দিদি নং ওয়ান’ বেশ জনপ্রিয় হয়ে গিয়েছে। অন্যান্য গেম শো কিংবা রিয়েলিটি শো শেষ হলেও বাংলা গেম শো ‘দিদি নং ওয়ান’ যেনো শেষ হওয়ার নাম নেই। দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে এই গেম শো। ‘দিদি নং ওয়ান’ মানেই রচনা ব্যানার্জী। তাকে ছাড়া ‘দিদি নং ওয়ান’ যেনো কল্পনা করা যায় না।
দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই গেম শো সঞ্চালনা করছেন তিনি। এত দিনে বহু মহিলা এই মঞ্চে এসেছেন। নানান খেলার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করেছেন এবং নিজের নানান জীবনযুদ্ধের কাহিনি সকলের মাঝে শেয়ার করেছেন। বাংলা ও বাংলার বাইরে থেকেও অনেকেই এসেছেন এই গেম শো-তে। সরাসরি রচনা ব্যানার্জীর সঙ্গে দেখা হওয়া তাদের কাছে যেনো এক বিরাট পাওনা।
তবে এই গেম শো-এ কীভাবে যাওয়া যায় তা নিয়ে অনেকের মাথায় প্রশ্ন চিহ্ন ঘোরে। অনেকেই প্রতারণার মাধ্যমে ‘দিদি নং ওয়ান’-এ যাওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেন। তবে এবার এই গেম শো-তে কীভাবে পৌঁছোবেন তা নিজেই জানালেন রচনা ব্যানার্জী। অনেকে বলেন ‘দিদি নং ওয়ান’-এ যেতে গেলে টাকা লাগে। কিন্তু টাকা পয়সা কিছুই দরকার হয় না। তবে কীভাবে পৌঁছোবেন তা জেনে নিন।
বর্তমানে অনলাইনে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। সম্প্রতি একটি অনলাইন পোর্টাল https://garnierdidino1audition.com/ চালু করা হয়েছে। এই লিঙ্কে গিয়ে একটি ফর্ম পূরণ করতে হবে। নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের মোট সদস্য সংখ্যা এবং দিদি নং ওয়ানে কেনো যেতে চান এই প্রশ্নগুলির উত্তর দিয়ে ফর্মটি ভরতে হবে। এরপর আপনাকে ফাইনাল অডিশনের জন্য ডাকা হবে। বিস্তারিত জানার জন্য চোখ রাখুন https://didino1-loreal.blogspot.com/2023/02/terms-conditions-zee-entertainment.html লিঙ্কে।