রাতারাতি বন্ধ হল শুটিং, আচমকাই ‘Didi No 1’ ছাড়লেন অভিনেত্রী রচনা ব্যানার্জি!

Advertisement

‘দিদি নাম্বার ১’-এ সঞ্চালনায় দেখা যাবে না রচনা ব্যানার্জিকে, হতাশ ভক্তরা। টেলিভিশনের ছোট পর্দা জি বাংলার এক জনপ্রিয় রিয়েলিটি শো হল ‘দিদি নাম্বার ১’ (Didi No 1)। যে মঞ্চে সঞ্চালনার দায়িত্বে থাকেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। বলা যায় দর্শকদের মতে রচনা ব্যানার্জি ছাড়া এই শো অচল। প্রায় দশ বছর ধরে এই মঞ্চে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন রচনা ব্যানার্জি।

Advertisements

সাম্প্রতিক এই শো নিয়েই এক দুঃসংবাদ দিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। যা নিয়ে মুখ ভার ‘দিদি নাম্বার ১’ ভক্তদের। এই ‘দিদি নাম্বার ১’ (Didi No 1) শো থেকে মাঝেমধ্যে অনেক সময় বিরতি নিয়েছিলেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। তবে সেই জায়গায় অন্যান্য অনেক অভিনেত্রীরা সঞ্চালনার কাজ করেছেন। কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছেন। অন্যদিকে, দর্শকরাও তাদের সঞ্চালনা মোটেই পছন্দ করে না।

Advertisements

পূর্বে এই ‘দিদি নাম্বার ১’ শোতে রচনা ব্যানার্জীর জায়গায় সঞ্চালনা করতে এসেছিলেন দেবশ্রী রায় (Debashree Roy), সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee) সহ আরো অনেকেই। কিন্তু তারা সকলেই দর্শকদের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়। বলা যায় দর্শকরা ‘দিদি নাম্বার ১’-এ সঞ্চালনায় রচনা ব্যানার্জিকে এতটাই দেখতে পছন্দ করেন যে রচনা ব্যানার্জি যদি এই জায়গা ছেড়ে দেন তাহলে তারা হয়তো এই শো দেখা বন্ধই করে দেবেন। তবে এল সেই দিন। সাম্প্রতিক কিছু ছবি পোস্ট করে দুঃসংবাদ জানালেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee)।

সোশ্যাল মিডিয়ায় রচনা ব্যানার্জি জানিয়েছেন, তিনি বিরতি নিয়েছেন -দিদি নাম্বার ১’ শো থেকে। তিনি ছেলেকে নিয়ে গেছেন বিদেশ ভ্রমনে। বর্তমানে ছেলের সাথে সময় কাটানোর জন্য তিনি এই কাজ থেকে বিরতি নিয়েছেন। অর্থাৎ রচনা ব্যানার্জি এই ‘দিদি নাম্বার ১’ শো থেকে যে একেবারেই বিদায় নিয়েছেন তা কিন্তু নয়। তিনি আবারো ফিরবেন। তাই ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। ‘দিদি নাম্বার ১’-এর সম্প্রচার বন্ধ হবে না। বিরতির পর ফিরে এসে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে আবারও ‘দিদি নাম্বার ১’-এর মঞ্চে দেখা যাবে।

Related Articles