বিনোদনভাইরাল ভিডিও

একমাত্র ছেলের জন্য দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন রচনা! হাত জোর করে ভগবানের কাছে যা চাইলেন অভিনেত্রী

সম্প্রতি এবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে ছেলেকে নিয়ে চিন্তা প্রকাশ করলেন সঞ্চালিকা তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি! টলিউড ইন্ডাস্ট্রিতে এই অভিনেত্রীকে নতুন করে পরিচয় করাতে হয় না। বিগত বহু বছর ধরে একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও বর্তমানে তাকে আর বড়ো পর্দায় দেখা যায় না।

ছোট পর্দার মাধ্যমেই প্রতিদিন পৌঁছে যান সকলের কাছে। কারণ, বহু বছর ধরে ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন তিনি। এই শো’য়ের বিশেষ বিশেষ পর্বগুলিতে বিভিন্ন তারকারা উপস্থিত হন। সম্প্রতি সেখানে হাজির হয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের ‘স্বয়ম্ভূ’ সৌম্যদীপ মুখোপাধ্যায় এবং তার মা। সেখানে বাস্তব জীবনের নানান প্রশ্ন করেন তিনি।

অভিনেতার মা এই বিষয়ে বলেন, ‘ছোটবেলায় ভয়ানক দুরন্ত ছিল। একেবারেই কথা শুনতো না। সামলাতে পারতাম না ছেলেকে। যদিও বড়ো হয়ে নিজে থেকে শান্ত হয়ে গিয়েছে।’ এই কথা শোনার পর কিছুটা আশ্বস্ত হওয়ার অভিব্যক্তি ফুটে ওঠে রচনার চোখেমুখে। যদি একটু পরেই তার পরিবর্তন হয়ে যায়। রচনা তার মায়ের কাছে জানতে চান কোন বয়সে এই পরিবর্তন ঘটেছে তার।

যা শোনার পর তিনি বলেন, ১৫ থেকে ১৬ বছরের মধ্যে এই বিষয়টি তিনি লক্ষ্য করেছেন। এই কথা শুনে আরো একবার চিন্তায় পড়ে যান রচনা। তখন আবার বলেন, ‘আমার ছেলে ১৫। কিন্তু কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না।’ এরপর আবার সৌম্যদীপের মা আশ্বাস দেন ‘আস্তে আস্তে হবে’। যা শুনে ভগবানের কাছে ছেলের জন্য সমৃদ্ধি ও শান্তি কামনা করেন রচনা।