Tum Tum, শর্ট ড্রেস পরে ট্রেন্ডিং গানে উদ্দাম নাচ ‘দিদি নম্বর ১’ রচনার, ভাইরাল ভিডিও
সম্প্রতি এবার ‘টাম টাম’ ট্রেন্ডে মেতে উঠলেন রচনা ব্যানার্জি! বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শব্দটি কারোরই অজানা নয়। কোনো একটি গান বা ভিডিও ভাইরাল হলেই তার হুকস্টেপ করতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের। এমনকি বিষয়টি যেন প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। তাইতো ট্রেন্ডে গা ভাসান সকলেই।
সম্প্রতি এবার ‘টাম টাম’ গানের হুকস্টপ করে নাচতে দেখা গেলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। আর তার সাথে ছিলেন হেয়ার স্টাইলিস্ট বন্ধু। তবে এদিন আর শাড়ি নয় তার পরনে ছিল তুঁতে রঙের একটি শর্ট ড্রেস এবং কালো জ্যাকেট। শর্ট হেয়ার স্টাইলে বেশ সুন্দর লাগছিল তাকে দেখতে। ‘টাম টাম’ গানটিতে দারুণভাবে নেচে ভিডিও তৈরি করতে দেখা যায় তাদের।
আর তাকে দেখে বোঝার উপায় নেই বয়স ৫০ ছুঁতে চললো। আসলে তিনি শরীরের প্রতি এতোটাই সচেতন যে তার ওপর বয়সের কোনো ছাপ পড়েনি। শরীরের যত্ন হিসেবে তিনি একবার জানিয়েছিলেন প্রত্যেকদিন সকালে তিনি লাউয়ের জ্যুস পান করেন। যা তাকে ফিট রাখতে সাহায্য করে। এছাড়া নিয়মিত শরীরচর্চা তো রয়েছেই। তাইতো সময়ের সাথে সাথে গ্ল্যামার বেড়েই চলেছে।
উল্লেখযোগ্য, একসময় টলিউডে রীতিমতো রাজত্ব করতেন তিনি। তাবড়-তাবড় তারকাদের সাথে জুটি বেঁধে একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। যদিও বর্তমানে আর তাকে বড়োপর্দায় দেখা যায় না বরং ছোটপর্দায় ‘দিদি নাম্বার ওয়ান’ রিয়্যালিটি শো সঞ্চালনা করতে দেখা যায় তাকে। যার মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।